শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীন-ভারত সীমান্ত সংঘর্ষে দিল্লির পাশে যুক্তরাষ্ট্র, পররাষ্ট্রনীতি নিয়ে চ্যালেঞ্জের মুখে মোদী

লিহান লিমা: [২] গালওয়ান উপত্যকার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ায় দিল্লির প্রতি সমবেদনা ব্যক্ত করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়। রয়টার্স

[৩] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টুইট বার্তায় বলেছেন, চীনের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বে প্রাণহানির জন্য ভারতের মানুষের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি। [৪] চীন-ভারতের সামরিক বাহিনী বৈঠক করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয় নি।

[৫] ভারত সরকারের সূত্র বলেছে, পরিস্থিতি যা ছিলো তাই আছে। কোনো মতৈক্য হয় নি। আবার কোনো উন্নতিও হয় নি। সীমান্ত সৈনিকদের মৃত্যুতে ক্ষুদ্ধ ভারতের জনগণ প্রতিশোধ ও চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে।

[৬] আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথমবারের মতো সবচেয়ে কঠিন পররাষ্ট্রনীতির সম্মুখে পড়েছেন। চীনের সঙ্গে ব্যাপক অর্থনৈতিক বিনিময়সহ মোদীকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বুঝে এগোতে হবে। গত দুই দশকে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের রাজনৈতিক ও সামরিক সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

[৭] বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ভারতের সাবেক কূটনৈতিকরা চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করতে বলেছেন। সাবেক পররাষ্ট্রসচিব নিরুপমা রাও টুইটারে বলেছেন, যুক্তরাষ্ট্রকে প্রধান কৌশলগত সহযোগী হিসেবে নেয়ার এবং জাপান, অস্ট্রেলিয়া ও আসিয়ানদেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য ভারতের কাছে এটাই সুযোগ। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়