শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ আক্রান্ত বাণিজ্যমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো

সমীরণ রায়: [২] কোভিড-১৯ আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসা নিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অন্য দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তবে এই ৩ মন্ত্রী শারীরিকভাবে অনেক ভালো আছেন। তাদের তেমন কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা।

[৩] শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী বলেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির (স্যার) শরীরে তেমন কোনো জটিল সমস্যা ধরা পড়েনি। তিনি শারীরিকভাবে ভালো আছেন। আসলে বাসায় আইসোলেশনে থাকা কঠিন। তাই হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা ভালো। সে কারণেই তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি গত বুধবার বুধবার সকাল ৯টায় করোনা টেস্টের জন্য স্যাম্পল দেন। পরে বিকালে নমুনার রেজাল্ট পজিটিভ আসে।

[৪] মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বলেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী (স্যার) শারীরিকভাবে ভালো আছেন। আগের চেয়ে শরীরের অনেক উন্নতি হয়েছে।

[৫] করোনা উপসর্গ নিয়ে গত ১১ জুন টেস্ট করা হলে ১২ জুন ফলাফলে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়। পরে ১৩ জুন রাতে তারা দুইজন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।

[৬] পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আগের চেয়ে অনেক ভালো আছেন। তিনি যে অবস্থায় ভর্তি হয়েছেন, সেই অবস্থা থেকে তার বেশ উন্নতি হয়েছে।

[৭] গত ৪ জুন বান্দরবন থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়। ৬ জুন টেস্টে ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এরপর ৭ জুন তাকে বান্দরবান সেনা জোন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়