শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর গোয়ালন্দে ভাঙছে পদ্মা, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

কামাল হোসেন : [২] বর্ষায় পানি বাড়ায় দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার ফকির পাড়া, ছিদ্দিক কাজীর পাড়া, মজিদ শেখের পাড়া ও ব্যাপারী পাড়া, সাহাজদ্দিন ব্যাপারী পাড়া, লালু মন্ডল পাড়া, নতুন পাড়া এবং দেবগ্রাম ইউনিয়নের মুন্সী পাড়া, কাওয়াজানি ও মধ্য কাওয়াজানি এলাকায় ভাঙন শুরু হয়েছে।

[৩] দৌলতদিয়া ফেরিঘাট রক্ষা করতে বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধানে জিও ব্যাগ ফেলা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, গতবারের ভাঙনে গ্রামের বেশির ভাগ নদীতে বিলীন হয়ে গেছে।

[৪] দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. পান্নু মোল্লা বলেন, অনেকের মতো আমিও ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছি। অনেক পরিবারের সরে যাওয়ার জায়গা বা আর্থিক সঙ্গতি নেই।

[৫] দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম জানান, নদী ভাঙনে তার ইউনিয়নের বেশির ভাগ এলাকা বিলীন হয়ে গেছে। এবারও ২,৪, ও ৫ নং ওয়ার্ডের আংশিক এলাকা হুমকির মুখে রয়েছে। বহুবার নদী ভাঙন রোধে স্থানীয় এমপি, প্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ে আবেদন করলেও লাভ হয়নি।

[৬] গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু জানান, গত বছরের ভাঙনে ১ হাজার ২০০ পরিবার সর্বশান্ত হন। ঝুঁঁকিতে রয়েছে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটসহ অন্তত ১ হাজার পরিবার। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়