শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২৩ সাল পর্যন্ত লিওনেল মেসিকে রাখতে চায় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: [২] লিওনেল মেসিকে ২০২৩ সাল পর্যন্ত রেখে দিতে চায় বার্সেলোনা। আর এজন্য আর্জেন্টাইন এই সুপারস্টারকে নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে কাতালান এ জায়ান্ট ক্লাব। সম্প্রতি এমন খবরই ছড়িয়ে পড়েছে স্প্যানিশ গণমাধ্যমে।

[৩] ন্যু ক্যাম্পে মেসির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র এক বছর। তবে বৈশ্বিক করোনা ভাইরাস মহামারির কারণে চুক্তি নবায়ন নিয়ে দুপক্ষের মধ্যে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনাই হয়নি।

[৪] বর্তমান চুক্তির একটি ধারা বলছে, আগামী বছরের ১০ জুন চুক্তির মেয়াদ শেষে বার্সা ছাড়তে পারবেন মেসি। তবে মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, এখন বার্সা কর্তৃপক্ষ নতুন শর্তাবলীর চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে দলের প্রাণভোমরাকে।- গোল ডটকম

[৫] নতুন চুক্তি হয়ে গেলে ২০২৩ সাল পর্যন্ত মেসিকে দলে রেখে দিতে পারবে বার্সা। তবে সেক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে চুক্তি বাতিল করতে পারবেন এ তারকা স্ট্রাইকার। ঠিকানা খুঁজে নিতে পারবেন নতুন কোনো ক্লাবে।

[৬] বার্সা অপেক্ষায় এখন মেসির বাবা জর্জের জন্য। তার বাবা আর্জেন্টিনা থেকে স্পেনে ফিরলেই চূড়ান্ত আলোচনার জন্য বৈঠকে বসবে দুপক্ষ। তবে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শেষ হওয়ার পরই এই বৈঠকে বসতে চায় তারা।

[৭] এর আগে গুঞ্জন রটেছিল ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা সাবেক শিষ্য মেসিকে নিজের দলে টানতে চান। সন্দেহ নেই নতুন চুক্তি স্বাক্ষর সেই গুঞ্জনে জল ঢেলে দেবে।- মার্কা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়