শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে কোভিড-১৯ উপসর্গ নিয়ে দুই বৃদ্ধের মৃত্যু, অসুস্থ-১

সাদিকুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি : [১] মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুবিল গ্রামে কোভিড-১৯ উপসর্গ নিয়ে ওয়াহিদ মিয়া (৬০) ও প্রতিবেশী আলতা মিয়া (৬২) নামের দুই বৃদ্ধ মারা গেছেন। রমুজ মিয়া (৫৭) নামে অপর এক প্রতিবেশী বৃদ্ধ অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। প্রায় ৮ ঘণ্টা ব্যবধানে দুই জনের মৃত্যু এবং অপর একজন অসুস্থ হওয়ায় এলাকায় কোভিড-১৯ আতঙ্ক বিরাজ করছে।

[৩] স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে জ্বর, শ্বাসকষ্ঠ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভানুবিল গ্রামের ওয়াহিদ মিয়া। তাকে সন্ধ্যায় প্রথমে কমলগঞ্জ সদর হাসপাতালে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

[৪] শুক্রবার (১৯ জুন) সকাল ৭টার দিকে জ্বর-কাশি নিয়ে মারা যান নিহত ওয়াহিদ মিয়ার সাথে থাকা প্রতিবেশী আলতা মিয়া। এদিকে অপর প্রতিবেশী রমুজ মিয়া জ্বর, সর্দি-কাশি ও শরীর ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

[৫] আদমপুর ইউনিয়নের ইউপি সদস্য মনিন্দ্র সিংহ জানান, মৃত দুই জন এবং অসুস্থ ব্যক্তি জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ঠসহ নানা সমস্যায় ভুগছিলেন।

[৬] এদিকে, শুক্রবার দুপুরে কমলগঞ্জের স্বাস্থ্য বিভাগ কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই ব্যক্তি ও অসুস্থ ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে বলে জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়