শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ থেকে বাঁচতে সাইকেলে ঝুঁকছে ঢাকাবাসী

মিনহাজুল আবেদীন : [২] সাধারণ ছুটি উঠিয়ে নেওয়ার পর থেকে ফের রাস্তা-ঘাটে জনসমাগম বাড়তে শুরু করেছে ঢাকা শহরে। তবে জনসাধারণের চলাচলে দেখা দিয়েছে পরিবর্তন। শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। দেশ রূপান্তর

[৩] ঢাকার বংশালে বাইক বাজারের বিরামহীন করোনার এই সময়ে সাইকেলের ব্যবহার বেড়েছে।

[৪] বংশালে প্রায় ১৫০টির মতো বাইসাইকেলের দোকান। এর একটি দোকানের মালিক মোহাম্মদ ইব্রাহিম সাইকেলের চাহিদা বেড়ে যাওয়া নিয়ে এএফপিকে বললেন- “সাইকেল বিক্রি ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।”

[৫] তিনি বলেন, “অধিকাংশ মানুষ এখন বাস, ট্যাক্সি ও অটো রিকশা পরিহার করে চলছে, বিকল্প হিসেবে বাইসাইকেল কিনছে।”

[৬] বিক্রয়কর্মী আব্দুস সোবহান জানান, মাঝারি মানের বাই সাইকেলগুলো ১০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

[৭] তৌফিকুল আলম নামে এক কলেজ শিক্ষার্থী ও পার্ট-টাইম কলসেন্টার কর্মী বলেন, “আমি মনে করি, আমার চলাচলের জন্য বাইসাইকেল অনেক বেশি নিরাপদ হবে।”

[৮] কাগজ আমদানিকারক একটি প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার রেজওয়ান মাহবুব বলেন, লকডাউন তাকে নিজের একটি সাইকেল থাকার উপকারিতা বুঝতে শিখিয়েছে। তিনি বলেন, গাড়ি ও অন্যান্য মোটরবাইক থেকে চলাচলের জন্য সাইকেল বেশি সুবিধাজনক।

[৯] তিনি আরও বলেন, দুই চাকার এই বাহন ফিরে আসলে ঢাকা শহরের মানুষ আরও বিশুদ্ধ বাতাসে শ্বাস-প্রশ্বাস নিতে পারে।

[১০] অ্যাসোসিয়েশনের মুখপাত্র মোহাম্মদ রাসেল বলেন, এই বছর সাইকেল বিক্রি দ্বিগুণ হবে। শুধু রাজধানী ঢাকা নয়, দেশের অন্যান্য বড় শহরগুলোতেও সাইকেলের ব্যবহার বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়