শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘জাতিগত অবিচারে’ ট্রাম্পের নিরবতায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের কৃষ্ণাঙ্গ নারী কর্মকর্তার পদত্যাগ

রাশিদ রিয়াজ : [২] মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের আইন বিষয়ক সহকারি সচিব ম্যারি এলিজাবেথ টেইলর পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এত কম বয়সে (৩০) ওই পদে কর্মরত ছিলেন। ডেইলি মেইল/ওয়াশিংটন পোস্ট

[৩] বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র কাছে পদত্যাগপত্র জমা দেন টেইলর। তিনি এর আগে কেনটাকির সিনিয়র সিনেটর মিচ ম্যাককনেলের সঙ্গে কাজ করেছেন এবং রেজিস্টার্ড রিপাবলিকান। কাজ করেছেন রক্ষণশীল বিচারক নেইল গোরসাচের সঙ্গেও।

[৪] গত ২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশী নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ চললেও প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকায় টেইলর অসন্তষ্ট জানান। টেইলর বলেন পদত্যাগ করা ছাড়া আর কোনো বিকল্প তিনি পাননি।

[৫] পদত্যাগ পত্রে টেইলর লিখেছেন, ‘উত্থানের মুহূর্তগুলো আপনাকে বদলে দিতে পারে, আপনার জীবনের গতিপথকে বদলে দিতে পারে এবং আপনার চরিত্রকে পাল্টে দিতে পারে। জাতিগত অন্যায় ও কৃষ্ণ আমেরিকানদের নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য ও তার ক্রিয়াকলাপগুলো আমার মূল্যবোধ ও দৃঢ়বিশ্বাসের বিরুদ্ধে তীব্রভাবে অবস্থান নিয়েছে। আমি আমার বিবেকের পথকেই অনুসরণ করছি।’

[৬] ২০১৮ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ে যোগ দেন টেইলর। এর আগে তিনি হোয়াইট হাউসে ‘ডেপুটি ডিরেক্টর ফর নমিনেশন’ হিসেবে কাজ করছিলেন।

[৭] হোয়াইট হাউসে কাজ করার সময় টেইলর অন্তত ৪’শ ব্যক্তিকে সিনেটের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করিয়ে দেন। এদের মধ্যে রয়েছেন সিআইএ’র পরিচালক গিনা হ্যাস্পেল, ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোমি পাওয়েল, মাইক পম্পেও প্রমুখ।

[৮] টেইলরের মা ক্রিস্টিন ক্লার্ক টেইল প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের গণসংযোগ কর্মকর্তা পদে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কাজ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়