শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিমন্ত্রীর সাবেক এপিএস’র কাছ থেকে নকল সীল মোহর উদ্ধার

স্টাফ রিপোর্টার : [২] আটক হওয়া পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) হাদিস মীরের কাছ থেকে বিপুল সংখ্যক নকল সীলমোহর উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রয়েছে। সীলমোহর উদ্ধারসহ তার বিরুদ্ধে সকল অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।

[৩] বৃহস্পতিবার রাতে হাদিস মীরকে বরিশাল থেকে ঢাকা নিয়ে যাওয়া ডিবি টিমের এক সদস্য এসব তথ্য নিশ্চিত করে বলেন, নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে হাদিস মীরকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তার কাছ থেকে বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তার নাম এবং দপ্তরের প্রচুর সীলমোহর উদ্ধার করা হয়েছে। তার কাছে এসব সীলমোহর থাকার কথা ছিলোনা। কিভাবে তার কাছে এসব সীলমোহর এসেছে, এগুলো দিয়ে সে কি করছিল তা জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।

[৪] অপরদিকে হাদিস মীরের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা থাকাবস্থায় টিআর, কাবিখার টাকা আত্মসাত, নিজ গ্রামের বাড়ি সাপানিয়ায় স্বামী-স্ত্রীকে মারধর করে উল্টো মামলা দিয়ে গ্রেফতার করিয়ে জেলে পাঠানোর অভিযোগ রয়েছে। এছাড়াও প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রশাসনিক সুযোগ সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

[৫] এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৬ জুন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার পদ থেকে হাদিস মীরকে অব্যাহতী প্রদান করা হয়। এ খবর গণমাধ্যমে প্রকাশের একদিন পরেই কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় হাদিস মীরকে ডিবি পুলিশ আটক করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়