শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেলিকমের পর ভারতের রেলওয়ে খাতেও চীনা প্রকল্প বাতিল হচ্ছে?

সালেহ্ বিপ্লব : [২] সরকারি টেলিসেবা সংস্থা বিএসএনএল-কে এ নির্দেশ এরই মধ্যে দেয়া হয়েছে। অপর সরকারি সংস্থা এমটিএনএল-কেও একই নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে বেসরকারি টেলিকম সংস্থাগুলোকেও চীন-নির্ভরতা কমানোর পরামর্শ দেয়া হবে বলে সরকারি সূত্র আভাস দিয়েছে। এনডিটিভি, নিউজ১৮, ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] চীনের সঙ্গে চলমান প্রকল্পগুলো বাতিল করা হবে, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ইশারা এমনই। বিএসএনএল এখন জেটিই’র সঙ্গে কাজ করছে। ভারতী এয়ারটেল ও ভোডাফোন চুক্তিবদ্ধ হুয়েইর সঙ্গে।

[৪] চীনা নেটওয়ার্ক ইকুইপমেন্ট ব্যবহার না করার কারণ হিসেবে নিরাপত্তা-ঝুঁকির কথা বলা হয়েছে। এমনিতেই নাকি চীনের বিভিন্ন ইকুইপমেন্টের নেটওয়ার্ক সিকিউরিটি খুব একটা ভালো না, বলছে সংশ্লিষ্ট সূত্র।

[৫] এদিকে, ইন্ডিয়ান রেলওয়ের সঙ্গে একটি মেগা প্রকল্পে চুক্তিবদ্ধ হয়েছে চায়না রেলওয়ে সিগন্যালিং করপোরেশন। ২০১৬ সালে সম্পাদিত চুক্তির আওতায় পূর্বাঞ্চল রেলওয়ের ৪০০ কিলোমিটার ফ্রেইট লাইনের সিগন্যালিং ইকুইপমেন্ট বসানো হবে। বসানো হবে ৪১৩ কিলোমিটার নতুন রেলপথ। ৫০০ কোটি রূপির এই প্রকল্পে অর্থায়ন করছে বিশ্বব্যাংক।

[৬] ডেডিকেটেড ফ্রেইট করিডোর করপোরেশন লিমিটেড (ডিএফসিসিআইএল) এরই মধ্যে চীনকে প্রকল্প থেকে বাদ দেয়ার অনুরোধ জানিয়েছে দাতা সংস্থা বিশ্বব্যাংককে। জানা গেছে, ভারতীয় প্রতিষ্ঠান দিয়েই প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

[৭] এ ব্যাপারে ডিএফসিসিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক অনুরাগ শচন বলেন, আনুষ্ঠানিক সিদ্ধান্ত হওয়ার আগে আমি কিছু বলতে পারছি না। তবে আমরা আমাদের নিজস্ব মেধা ও দক্ষতা কাজে লাগাতে পারলেই আনন্দিত হবো। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়