শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ১৯ জুন, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর মোহনপুরে মাদক বিক্রেতার হামলায় জেলা যুবলীগ নেতা গুরুতর আহত

মঈন উদ্দীন: [২] মাদক বিক্রিতে নিষেধ করায় মাদক বিক্রেতার এলোপাতাড়ি কোপে মারাত্মক যখম হয়েছেন রাজশাহী জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নওহাটা সরকারি ডিগ্রি কলেজর প্রভাষক আব্দুর রব বাবু।

[৩] বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রাজশাহী জেলার মোহনপুরের চাঁদপুর পাকার মাথা নামক এলাকায়। আহত আব্দুর রব বাবুকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মোহনপুর থানায় মামলা হয়েছে। একজনকে আটক করেছে থানা পুলিশ।

[৪] জানা গেছে কয়েক বছর থেকে চাঁদপুর গ্রামের চিহিৃত মাদক বিক্রেতা ও খোরদের অত্যাচারে এলাকা অতিষ্ট। তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেহ মুখ খোলেন না। আবার অনেকে মান সম্মানের জন্য বিষয়টি এড়িয়ে যান। করোনা সংকটে প্রশাসনও অনেকটা নীরব ভূমিকা পালন করছে। এ সুযোগে মাদক বিক্রেতা ও ক্রেতাদের ব্যাপক তৎপড়তা বেড়ে যায়।

[৫] জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নওহাটা সরকারি ডিগ্রি কলেজর প্রভাষক আব্দুর রব বাবু তাদেরকে মাদক বিক্রি করতে নিষেধ করে এবং কথা কাটাকাটি হয়। এর জের ধরে তারা একজোট হয়ে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র দিয়ে রবের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বাবু মারাত্মক জখন হয়। তার মাথায় প্রায় ১৬টি সেলাই পড়েছে। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

[৬] জানা যায়, চাঁদপুর এলাকার মাদক বিক্রেতা রনপাড়া গ্রামের আনছার আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৭), ও শেহেরদীর ছেলে আশরাফ আলী (৩৮), চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মুন্টু, মৃত মেছের আলীর ছেলে রফিকুল (৪৫), রাজু আহমেদ (৪২) ও শামীম আহমেদ (২৬), একই গ্রামের মৃত রুপবানের ছেলে আব্দুস সালাম রবকে মারপিট করে। তারা রবের পটেকে থাকা ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। মোহনপুর থানায় মামলা হলে পুলিশ চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মুন্টুকে আটক করে।

[৭] মোহনপুর থানা অফিসার্স ইনচার্জ মোস্তাক আহমেদ বলেন, থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়