শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ১৯ জুন, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে আরও ১০৬ জনের কোভিড-১৯ শনাক্ত

অহিদ মুুকল, নোয়াখালী : [২] সংক্রমিতদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নার্স, পুলিশ ও ব্যাংকের কর্মকর্তাও রয়েছেন। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

[৩] এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৪৮ জন।

[৪] নতুন করে ১০৬ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার। তিনি বলেন, এ নিয়ে জেলায় মোট সংক্রমিত ১ হাজার ৫৮১ জন। তিনি জানান, নতুন সংক্রমিতদের মধ্যে তাঁর কার্যালয়ের একজন অফিস সহায়কও রয়েছেন।

[৫] সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ইবনুল হাসান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে উপজেলা সহকারী কশিনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও তাঁর ছেলে রয়েছেন।

[৬] নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের চিকিৎসা সহকারী গিয়াস উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ট্রেনিং সেন্টারের ১১ জন সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন পরিদর্শকসহ তিনজন প্রশিক্ষণার্থী রয়েছেন। এ নিয়ে ট্রেনিং সেন্টারের ১৯ জন সদস্য সংক্রমিত হলেন।

[৭] এদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গতকাল পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে থানার দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবলের করোনা শনাক্ত হয়েছে।

[৮] সংক্রমিত পুলিশ সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়া ১০৬ জনের মধ্যে ৪৭ জন সদর উপজেলার, বেগমগঞ্জের ১০ জন, কোম্পানীগঞ্জের ৮ জন, কবিরহাটের ১৭ জন, সুবর্ণচরের ১৫ জন, চাটখিলের ৬ জন, সেনবাগের ১ জন ও সোনাইমুড়ীর আছেন ২ জন। সংক্রমিতদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নার্স, পুলিশ ও ব্যাংকের কর্মকর্তাও রয়েছেন।

[৯] সূত্র জানায়, বর্তমানে সদর উপজেলায় সংক্রমিত ৫১১ জন, সুবর্ণচরে ৫৯ জন, হাতিয়ায় ১০ জন, বেগমগঞ্জের ৫৬০ জন, সোনাইমুড়ীতে ৮৭ জন, চাটখিলে ১০৮ জন, সেনবাগে ৮৪ জন, কোম্পানীগঞ্জে ৩৯ জন ও কবিরহাটে ১২৩ জন। সদর ও বেগমগঞ্জে ঢিলে ঢালা লকডাউন চলছে প্রধান সড়কের বাহিরে ,অলিগলিতে দোকানপাট প্রায় খোলা ও রাস্তায় রাস্তায় অটো রিক্সা,সিএনজি ও জনসমাগম স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করতে দেখা যাচ্ছে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়