শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ১৯ জুন, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাল্য বিয়ের দায়ে বর-কাজী ও কনের ভাইয়ের জেল

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী রাজবাড়ী : [২] জেলার বালিয়াকান্দি উপজেলাতে বাল্য বিয়ের দায়ে বর’কে ১ বছরের এবং কাজী ও কনের বড় ভাইকে ৬ মাসের কারাদÐ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] এছাড়া নিজ বাড়ীতে গোপনে বিয়ে পড়ানোর দায়ে স্থানীয় মাতব্বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৪] বুধবার বিকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) এস.এম আবু দারদা যৌথভাবে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদÐ ও অর্থদণ্ড প্রদান করা হয়।

[৫] কারাদণ্ডপ্রাপ্তরা হলো-বর বহরপুর ইউনিয়নের ডহরপাঁচুরিয়া গ্রামের জব্বার মন্ডলের ছেলে সুরুজ মন্ডল (২২), কনের বড় ভাই ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নাজির শেখের ছেলে নাজমুল শেখ (২২) এবং কাজী বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত.মহসিন মন্ডলের ছেলে আব্দুর রহমান (৪২)।

[৬] এছাড়া জরিমানা হওয়া মাতব্বর হলেন বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত.কালু বিশ^াসের ছেলে নিজাম বিশ্বাস (৪৫)। সাজাপ্রাপ্ত সবার বাড়ীই বালিয়াকান্দি উপজেলাতে।

[৭] এ ব্যাপারে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, গত ১২ জুন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে বাল্য বিয়ে দেওয়া হচ্ছে।
[৮] এমন খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে অবগত করলে তারা সেদিন বিয়ে বন্ধ করে দেয়। কিন্তু গত ১৫ই জুন রাতে বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মাতব্বর নিজাম বিশ^াসের বাড়ীতে গোপনে মেয়েটির বাল্য বিয়ে দিয়ে দেয়া হয়।

[৯] বুধবার বিকালে বিয়ের বিষয়টি স্থানীয়রা আমাকে জানালে আমি এসিল্যান্ড ও থানা পুলিশকে নিয়ে প্রথমে বরের বাড়ী থেকে বর ও কনে’কে এবং পরে কনের বাড়ী থেকে তার বড় ভাইকে আটক করে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার ব্যবস্থা করি।

[১০] এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মাতব্বর নিজাম ও কাজী আব্দুর রহমানকে ডেকে এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। কাজীর লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করে আসামিদেরকে রাতেই জেলহাজতে প্রেরণ করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়