শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২১জুন স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা বাম জোটের

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যন করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে জনগণের সর্বজনীন স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত ও বাজেটে কমপক্ষে ২০ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দসহ ১১ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবি আদায়ে আগামী ২১ জুন কেন্দ্রীয় ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সারাদেশে সিভিল সার্জনের কার্যলয় ঘেরাও কর্মসূচী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

[৩] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ। আলোচনায় অংশ নেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা আলমগীর হোসেন দুলাল, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমূখ।

[৪] সংবাদ সম্মেলন উত্থাপিত ১১ দফা দাবি তুলে ধরে আরো বলা হয়, প্রত্যেক জেলা-উপজেলায় করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করে প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য সামগ্রী ও সুরক্ষা উপকরণ কেনা ও সরবরাহের সাথে জড়িত দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নন করোনা রোগীদের কোন হাসপাতাল থেকে ফিরিয়ে দিলে তাদের শাস্তি দিতে হবে। করোনা সংক্রমণ ব্যাধি ফলে সকল নাগরিকের টেস্ট ও চিকিৎসা রাষ্ট্রীয় খরচে করতে হবে। করোনাকালে সকল বাণিজ্যিক বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করে করোনা চিকিৎসায় ব্যবহার করতে হবে। চিকিৎসক, নার্স, চিকিৎসা সেবা কর্মী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সংবাদ কর্মীসহ সম্মুখ সারির যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

[৫] সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, করোনাকালে কোন কারখানার শ্রমিক ছাঁটাই করা চলবে না, কোন মালিক শ্রমিক ছাঁটাই করলে সেই কারখানা রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করতে হবে। ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বাসন করতে হবে।

[৬] এ সকল দাবি আদায়ে আগামী ২১ জুন ঘেরাও কর্মসূচি সফল করার জন্য সকল বাম প্রগতিশীল দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়