শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূরবী সাহা : বাবার প্রতি ভালবাসা

পূরবী সাহা, সুইডেন থেকে : প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবারকে বাবা দিবস হিসেবে পালন করা হয় । ভারত, ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বাবা দিবস পালিত হয়। বাবা দিবসের সূচনা হয় ১৯১০ সালে আমরিকাতে সেনোরা স্মার্ট ডুড এর হাতে। সে ছিল আমেরিকার সিভিল ওয়ার বেটেরান উইলিয়াম জ্যাকসন স্মার্ট এর কন্যা। সে অনুধাবন করতো মা দিবসের পাশাপাশি বাবাদের জন্যও একটা বিশেষ দিন থাকা দরকার। তারপর এই বিষয় নিয়ে সে স্পোকেন মিনিস্ট্রেরিয়াল এলিয়েন্স এর সাথে কথা বলেন এবং বাবাদের কাজের স্বীকৃতির জন্য একটি দিন ঘোষনার আবেদন করেন।

সে তার পিতার জন্মদিন ৫ জুন কে বাবা দিবস হিসেবে ঘোষণার দাবি করেন। তার এ দাবির প্রেক্ষিতে স্পোকেন মিনিস্ট্রেরিয়াল এলিয়েন্স জুন মাসের তৃতীয় রবিবারকে বাবা দিবস হিসেবে ঘোষনা করেন। সেই থেকে জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাবাই প্রতিটি মানুষের জীবনের প্রথম পুরুষ। যে ছোটবেলা থেকেই জীবনের লক্ষ্য পথ ধরেই চলতে শিখায়। জীবনে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যান এবং প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে সাহায্য করে। আসলে বাবাদের ভালবাসা, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানোর জন্য কোন বিশেষ দিনের প্রয়োজন হয়না। তবুও এই দিনটাকে মনে করে কিছু উদযাপন হতেই পারে। যেমন বিভিন্ন ম্যাসেজ, কার্ড, ফুল অনলাইনে উপহার প্রদানের মাধ্যমে। বাবা দিবসে বলতে চাই ভাল ও সুস্থ থাকুক পৃথিবীর সকল বাবা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়