শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ড সফরে স্ত্রী সন্তান নেওয়া যাবে না, পাক প্রধানমন্ত্রী নির্দেশ

ক্রীড়া প্রতিবেদক: [২] করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ। অবশেষে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্য টেস্ট সিরিজের মাধ্যমে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এই সিরিজের পর পাকিস্তানের সঙ্গেও পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ইংলিশরা।

[৩] চলতি মাসের শেষ দিকে ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। করোনাভাইরাসের ঝুঁকি থাকলেও ক্রিকেটারদের এ সফরে যাওয়ার অনুমতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

[৪] পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি ইসলামাবাদে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সফরের ব্যাপারে সবুজ সঙ্কেত দেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইমরান খান। এ সময় ক্রিকেটের হালনাগাদ তথ্য প্রধানমন্ত্রীকে অবহিত করেন বোর্ড প্রধান।

[৫] তবে পিসিবির কড়া নির্দেশ, করোনার সংক্রমণ রোধ করতে সফরে ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তা কেউ স্ত্রী-সন্তান নিতে পারবেন না। পরিবার আলাদাভাবে সফরে গেলেও তাদের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না কারোর।

[৬] আগস্ট ও সেপ্টেম্বরের ইংল্যান্ড সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের। তবে ইউরোপের দেশটিতে যাচ্ছে তারা একটু আগে-ভাগেই। চলতি মাসের শেষ দিকে।

[৭] কেননা আধা মিলিয়ন পাউন্ডের চার্টার্ড ফ্লাইটে ইংল্যান্ডে পৌঁছে ২৯ ক্রিকেটার ও ১৪ অফিসিয়ালদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরে তিন-চার সপ্তাহ থাকতে হবে জৈব-সুরক্ষিত পরিবেশে। জীবাণুমুক্ত পরিবেশে খেলোয়াড়রা শুরুতে একা একা অনুশীলন করবেন। পরে প্রথম টেস্ট শুরুর আগে করবেন নেট প্র্যাকটিস। নিজেরাই খেলবেন অনুশীলন ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়