শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে ২২ ইউপি-চার পৌরসভার ২১ ওয়ার্ড লকডাউন

মাদারীপুর প্রতিনিধি: [২] করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ওসব এলাকায় লকডাউন শুরু হয়েছে।
এর আগে এসব এলাকায় বিধি-নিষেধ আরোপ করে বুধবার দুপুরে মাদারীপুরের ডিসি মো. ওয়াহিদুল ইসলাম একটি গণবিজ্ঞপ্তি জারি করেন। আগামী ৩০ জুন পর্যন্ত এ লকডাউন বহাল থাকবে।

[৩] মাদারীপুর পৌরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত ও সদর উপজেলার ছিলারচর, ঝাউদি, খোয়াজপুর, ধুইরাইল, মস্তফাপুর নিয়ে মোট ৫টি ইউপি রয়েছে।

[৪] রেড জোনের আওতায় শিবচর পৌরসভার ৩টি ওয়ার্ড ও ৮টি ইউপি রয়েছে। পৌরসভার ওয়ার্ডগুলো হচ্ছে ১, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড।

[৫] অপরদিকে ইউপিগুলো হচ্ছে শিবচর, দ্বিতীয়খন্ড, বহেরাতলা দক্ষিণ, বাশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরচর ও পাচ্চর।

[৬] কালকিনি উপজেলার রেড জোনের আওতায় রয়েছে কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং ডাসার, গোপালপুর, আলীনগর এবং শিকারমঙ্গল ইউপি।

[৭] রাজৈর উপজেলার মধ্যে রাজৈর পৌরসভার ৬টি ওয়ার্ড এবং ৪টি ইউপি লকডাউনের আওতায় রয়েছে।

[৮] রেড জোনে নিত্য প্রয়োজনীয় দোকান ও ব্যাংক ৮টা থেকে ১২ টা পর্যন্ত খোলা ছাড়া সব দোকান পাট বন্ধ রয়েছে। রেড ও ইয়োলো জোনভুক্ত এলাকায় সকাল থেকেই যানবাহন কম দেখা গেছে। এক জোনের বসবাসকারীরা অন্য জোনে প্রবেশে বিধি নিষেধ থাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী, প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

[৯] মাদারীপুরের ডিসি মো. ওয়াহিদুল ইসলাম জানান, রেড জোন হওয়ায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এ লকডাউন কঠোরভাবে পালন করা হবে। যদি কেউ এ আদেশ অমান্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়