শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কী হতে পারে তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়ার ভবিষ্যৎ?

ইসমাঈল আযহার: [২] ইস্তানবুলের আয়া সোফিয়া এখন একটি জাদুঘর৷ কিন্তু ষষ্ঠ শতাব্দীতে এটি ছিল একটি গির্জা৷ পরবর্তীতে এটিকে মসজিদে রূপান্তর করা হয়৷ কিন্তু এর ভবিষ্যত কী? এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু জানালেন, এর ভবিষ্যত ঠিক হবে ‘জাতীয় সার্বভৌমত্বের’ ভিত্তিতে৷ ‘আন্তর্জাতিক’ মহলের এ ব্যাপারে কথা বলার অধিকার নেই বলেও মনে করেন তিনি।

[৩] আয়া সোফিয়া আবার নামাজ পড়ার জন্য খুলে দেয়া হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে টিভি চ্যানেল এনটিভিতে এক সাক্ষাৎকারে চাভুসোগলু বলেন, ‘এটাকে কোনোভাবেই আন্তর্জাতিক ইস্যু না।’ আয়া সোফিয়ার স্ট্যাটাস নিয়ে দীর্ঘদিন ধরে তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতে টানাপড়েন চলছে। অনেকদিন ধরে মুসলিমরা এটিকে তাদের নামাজ পড়ার জন্য খুলে দেয়ার দাবি জানিয়ে আসছে।

[৪] ১৪৫৩ সালে অটোমানদের কন্টানটিনোপল (বর্তমানে ইস্তানবুল) জয়ের বার্ষিকী উপলক্ষ্যে গত মাসে আয়া সোফিয়ার ভেতরে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।

[৫] চাভুসোগলু বলেন, ‘বিজয়ের ৫৬৭ বছর পর কোনো চক্রই ঠিক করে দিতে পারে না ইস্তানবুল বা আয়া সোফিয়া কাদের। এখন কেবল তুর্কিরা কী চায়, সেটাই মূল দেখার বিষয়।’ এসময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ১৪৬২ সালের একটি দলিলও দেখান, যেখানে আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে দেখানো হয়েছে।

[৬] ইজমির থেকে বিমানবন্দর পর্যন্ত মুস্তফা কামাল আতাতুর্কের এই বিশাল প্রতিকৃতি কারো নজর এড়ায় না। একটি বেসরকারি সংস্থা বর্তমান জাদুঘরটির স্ট্যাটাস চ্যালেঞ্জ করে আদালতে আপিল করে। আগামী মাসের ২ তারিখে এর শুনানি হওয়ার কথা রয়েছে। চাভুসোগলু বলেন, ‘আমরা স্টেট কাউন্সিলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো।’

[৭] অটোমানরা কন্সটানটিনোপল বা ইস্তানবুলের দখল নিলে আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করা হয়। তবে ১৯৩৫ সালে এটিকে রূপ দেয়া হয় জাদুঘরে। এখন এর ভেতরে গির্জা ও মসজিদ, ইউরোপীয় ও অটোমান উভয় সংস্কৃতির ছাপ দেখা যায়।

[৮] সাবেক গ্রিক অর্থোডক্স চার্চ আয়া সোফিয়ার অন্য কোনো ধর্মীয় ব্যবহারের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে গ্রিস। তবে পালটা প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্কও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী চাভুসোগলু গ্রিসকে এ বিষয়ে ‘ভাষণ’ না দেয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দেশটিকে মনে করিয়ে দিয়েছেন ‘এথেন্সই ইউরোপের একমাত্র রাজধানী যেখানে কোনো মসজিদ নেই।’

[৯] এদিকে আয়া সোফিয়াকে মসজিদে রুপান্তর করার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান চার্চ। তারা জানিয়েছে, এই পদক্ষেপ ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। সূত্র: ডয়চে ভেলে, মিডল ইস্ট মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়