শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বর্ণবাদ বিরোধী বার্তা নিয়ে মাঠে ফিরলো ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল

আক্তারুজ্জামান : [২] কোভিড-১৯ এর কারণে তিন মাসের বেশি সময় ফুটবল মৌসুম বন্ধ। তবে পরিস্থিতি অনুকূলে আসায় ২০২০-২০২১ মৌসুমের স্থগিত থাকা ম্যাচগুলো মাঠে ফেরাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। বুধবার রাতে করোনা পরবর্তী ম্যাচ মাঠে গড়ায়।

[৩] দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড। আর দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠে খেলেছে আর্সেনাল। প্রথম ম্যাচ গোলশূণ্য ড্র হলেও আর্সেনালকে ০-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

[৪] করোনা পরবর্তী ফুটবল শুরুর প্রথমদিনের ইপিএলে দেখা গেছে নতুন কিছু দৃশ্য। বুধবার রাতের ম্যাচে সকল খেলোয়াড়ের জার্সির পিছনে নামের বদলে বর্ণবাদ বিরোধী বার্তা লেখা ছিলো। সম্প্রতি বিশ^জুড়ে আলোচিত বর্ণবাদ বিরোধী আন্দোলনের বার্তা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ উঠে এসেছে মাঠে।

[৫] শুধু তাই নয়, ম্যাচ শুরুর আগে দু’দলের সকল খেলোয়াড় ও কোচসহ সকলেই মাঠে হাঁটু গেড়ে বর্ণবাদ বিরোধী অবস্থানের কথা জানান দেন। দর্শকবিহীন ফুটবল মাঠে এমন চিত্র দেখে অভিভূত সবাই। প্রথম রাউন্ডের সবগুলো খেলায় জার্সিতে ফুটবলারদের নামের বদলে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা থাকবে।

[৬] গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশের হাতে মারা যান কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড। এরপর এ ঘটনায় দেশটিতে বর্ণবাদ বিরোধী আন্দোলন নতুনভাবে শুরু হয়। বিশে^র বিভিন্ন দেশ, সংস্থা ও ক্রীড়াঙ্গনের ক্লাবও সমর্থন জানিয়েছে ওই আন্দোলনে।

[৭] এর আগে জার্মানির বুন্দেসলিগা, স্পেনের লা লিগ ও ইতালিয়ান সিরি আ লিগ করোনা পরবর্তীতে মাঠে গড়িয়েছে। ওই টুর্নামেন্টগুলোতেও বিভিন্ন ফুটবলার বিভিন্নভাবে বর্ণবাদ বিরোধী অবস্থান প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়