শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতসহ ৪ দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত

ডেস্ক রিপোর্ট : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে ভারত, মেক্সিকো, আয়ারল্যান্ড ও নরওয়ে। ১৫ সদস্যের পরিষদে এখনও একটি আসন খালি থাকায় বৃহস্পতিবার আবারও বসবেন জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা।জাগোনিউজ

বুধবার প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভোটাভুটিতে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেছে কানাডা। মেক্সিকো ও ভারত বিজয়ী হয়েছে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়। শেষ আসনটির জন্য লড়ছে কেনিয়া ও জিবৌতি।

আগামী ১ জানুয়ারি থেকে নিরাপত্তা পরিষদের নবনির্বাচিত সদস্যদের দুই বছরের মেয়াদ শুরু হবে।

নিরাপত্তা পরিষদে ভৌগলিক অবস্থানের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের জন্য আসন বরাদ্দ হয়ে থাকে। একেকটি অঞ্চলের প্রতিনিধি হিসেবে একাধিক দেশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে কোনও দেশের প্রতিদ্বন্দ্বী না থাকলেও জাতিসংঘের সাধারণ অধিবেশনের অন্তত দুই-তৃতীয়াংশ সমর্থন পেতে হয় তাকে।

করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চ থেকে বন্ধ ছিল জাতিসংঘ অধিবেশনের সরাসরি অংশগ্রহণ। এতদিন ভার্চুয়াল ভাবে কাজ চলেছে তাদের। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা মেনে অবশেষে বুধবার থেকে আবারও সরাসরি অংশগ্রহণে অধিবেশন শুরু করেছেন সদস্য দেশের প্রতিনিধিরা।

এদিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন তুরস্কের কূটনীতিক ভলকান বজকির। চলতি বছরের শেষের দিকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের একমাত্র অংশ যারা কারও ওপর বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে পারে। এ পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়