শিরোনাম

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন এমএলএ যোগ দিলেন কংগ্রেসে, ভারতের মনিপুরে টালমাটাল বিজেপির কোয়ালিশন সরকার

সালেহ্ বিপ্লব, আসিফুজ্জামান পৃথিল: [২] দলীয় সাংসদ শুধু নন, মুখ ফিরিয়ে নিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের আরো ছয় এমএলএ। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চারজন, তৃণমূলের একজন এবং অপরজন স্বতন্ত্র। সমর্থন প্রত্যাহারের পাশাপাশি এনপিপির তিনজন পদত্যাগ করেছেন মন্ত্রিসভা থেকে। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস নাউ নিউজ

[৩] রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেত্বাধীন সিএলপি জোট নেতা ওকরাম ইবোলি সিং গভর্নর নাজমা হেপাতুল্লার কাছে বিধানসভার বিশেষ অধিবেশন আহ্বান জানাতে যাচ্ছেন। বিশেষ অধিবেশনে কংগ্রেস নিশ্চিতভাবেই সংখ্যাগরিষ্ঠ চ্যালেঞ্জ আনবে।

[৪] প্রথমে বিজেপির প্রধান মিত্র এনপিপি এন. বিরেন সিং এর সরকার থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে। এদের মধ্যে রয়েছেন দলটির ৪ জন এমএলএ এবং সকল কেবিনেট মন্ত্রীসহ ডেপুটি মুখ্যমন্ত্রী ওয়াই জয়কুমার সিং।

[৫] ২০১৭ সালে ৬০ সদস্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ২৮টি আসন লাভ করে। বিজেপির আসন ছিলো ২১টি। কিন্তু একজন কংগ্রেস এমপি বিজেপিতে যোগ দেন। এছাড়াও তৃণমূলের একজন, এনপিপির ৪ জন এবং নাগা পিপলস ফ্রন্টের ৪ জন বিজেপিকে সমর্থন দিলে তারা সরকার গঠন করে। ইতোমধ্যে এনপিপির ৪ জন ছাড়াও কংগ্রেসকে সমর্থন দিয়েছেন তৃণমূলের ও এক সতন্ত্র এমএলএ। ফলে কংগ্রেসের এমএলএ সংখ্যা এখন ৩৬।

[৬] ভারতে বছর খানেক ধরে এভাবে সরকার বদলের রাজনীতি চলছে। এক দলের আরেক দলের এমএলএকে দলে আনছে। মহারাষ্ট্রে এভাবেই শিবসেনাকে টেনে নিয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। আবার রাজস্থানের কংগ্রেস সরকারে ভাঙন ধরিয়েছে বিজেপি।

[৭] বর্তমানে ১২টি রাজ্যে সরাসরি ক্ষমতায় রয়েছে বিজেপি। ৬টিতে ক্ষমতায় তাদের জোট। ৪টিতে সরাসরি ক্ষমতায় কংগ্রেস। কংগ্রেসের জোট সরকার ক্ষতায় ২টি রাজ্যে। ৬টি রাজ্যে অন্যান্য দলগুলো ক্ষমতায়। রাষ্ট্রপতির শাসন জারি আছে এক রাজ্যে। বাকি ৫ রাজ্যে বিধানসভা নেই।

[৮] ২০১৭ সালের নির্বাচনে রাজ্যের ৬০ আসনের ২১টিতে জয়ী হয়েছিলো বিজেপি। আর কংগ্রেস ২৮। এনপিপি, স্বতন্ত্র ও অন্যদের সমর্থন নিয়ে বিজেপি সরকার গঠন করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়