শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ১৮ জুন, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ পরীক্ষা অব্যাহত, ১৫দিনে সংসদে সচিবালয়ে ৯২ জন কর্মকর্তা-কর্মচারী শনাক্ত, সংক্ষিপ্ত হচ্ছে অধিবেশনের কর্ম দিবস

মনিরুল ইসলাম : [৪] জাতীয় সংসদ সচিবালয়ে চলতি বাজেট অধিবেশনকে সামনে রেখে কোভিড-১৯ পরীক্ষা চলছে। ২ জুন থেকে শুরু হয়েছে এই পরীক্ষা। বুধবার ১৭ জুন পর্যন্ত ৭৯৫ জন কর্মকর্তা- কর্মচারীর কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে গত ১৫ দিনে কোটি শনাক্ত হয়েছেন ৯২ জন। এই কোভিড-১৯ পরীক্ষা বাজেট অধিবেশন চলাকালীন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের চীফ মেডিকেল অফিসার আরিফুল হক।

[৫] জানাগেছে, এই পরীক্ষায় সংসদ ভবনে কর্মরত গণপূর্তের কর্মকর্তা- কর্মচারী, সংসদ সচিবালয়ের নিরাপত্তায়, নিয়োজিত সার্জেন্ট অব আর্মস এর সদস্যরাও অন্তর্ভুক্ত আছেন।

[৬] এদিকে, কোভিড-১৯ শনাক্ত কর্মকর্তার মধ্যে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব (কমন ও সমন্বয়) ওয়ারেছ হোসেন, গণসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ, সাবেক চীফ হুইপের এপিএস রয়েছেন। তারা বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন৷ সুস্থ আছেন জানা গেছে।

[৭] অন্যদিকে, শনাক্তের সংখ্যা বাড়তে থাকায় সংসদ জুড়ে আতংক বিরাজ করছে। এই পরিস্থিতিতেই সংসদের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট ক্যালেন্ডার অনুযায়ী ১৮ জুন থেকে ২১জুন ছিলো অধিবেশন বন্ধ রাখা সময়সূচি। বর্তমানে ২৩ জুন পর্যন্ত মুলতবী রয়েছে অধিবেশন। আগামী ৯ জুলাই সমাপ্তি হবে বাজেট অধিবেশন। ১২ কার্যদিবস চলবে এই অধিবেশন। মুলতবী বেড়ে যাওয়ায় কার্যদিবস সংক্ষিপ্ত করে বাজেট পাসের দিকে এগুছে সংসদ সচিবালয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

[৮] প্রস্তাবিত বাজেটের ওপর মূল আলোচনা ১৬ ও ১৭ জুন বাজেট অধিবেশন ক্যালেন্ডার অনুযায়ী শুরু নির্ধারিত ছিলো। তবে ১৫ জুুন বিদায়ী অর্থ বছরের সম্পূরক বাজেট পাসের পর আগামী ২৩ জুন পর্যন্ত অধিবেশন মুলতবী করা হয়েছে।

[৯] সূত্র মতে, কোভিড-১৯ মহামারী কারণে সাংবিধানিক বাধ্য-বাধকতার ডাকা বাজেট অধিবেশন শুরুর আগে এসএসএফের সুপারিশে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। এরই কারণে করোনা পরীক্ষা শুরু হয়। ইতোমধ্যে যে ৯২ জনের করোনা পজেটিভ এসেছে তাদের মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সংসদের নিরাপত্তা দপ্তর থেকে তাদের সংসদে না এসে বাড়িতে চিকিৎসা নিতে বলা হয়েছে।

[১০] এদিকে, ১০ জন সংসদ সদস্য -মন্ত্রী ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা করোনা শনাক্ত হওয়ায় সংসদ জুড়ে বিরাজ করছে ভয় ও আতংক। এই আতংক সর্বশেষ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও সিরাজগন্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে সকলের মাঝে বেড়ে যায়। প্রবীণ, অসুস্থ ও করোনা শনাক্তকারী সদস্যরা অধিবেশনে অনুপস্থিত রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়