শিরোনাম
◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ১৮ জুন, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বগুড়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপ

বগুড়া প্রতিনিধি : [২] জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে রিপা খাতুন (৩৫) নামে এক গৃহবধুর শরীর ঝলসে গিয়েছে।

[৩] বুধবার দুপুর ২টায় নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত রিপা খাতুনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৪] জানা যায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে রিপা খাতুন (৩৫) নামে এক গৃহবধুর শরীর ঝলসে গেছে। আহত রিপা গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের আবু তাহেরের স্ত্রী, আবু তাহের এ প্রতিবেদক-কে বলেন, একই গ্রামের আমার ফুফাতো ভাই বাদশা মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। জমিজমা নিয়ে বগুড়া সিভিল আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

[৫] এ অবস্থায় বাদশা মিয়া ও তার লোকজন আমাকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছে। এছাড়া তিনি আমাকে বিভিন্ন সময়ে নানা ভাবে হুমকি দেন।

[৬] তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরের দিকে আমার স্ত্রী রিপা খাতুন বাড়ির ভেতর রান্না ঘরে লাকড়ি গোছানোর কাজ করছিলেন। এসময় বাদশা মিয়া ও তার লোকজন ঘরের বেড়ার ফাঁকা স্থান দিয়ে আমার স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করেন। এতে রিপা খাতুনের পিঠ পুড়ে ঝলসে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশকে মৌখিক অভিযোগ করা হয়েছে। তবে স্ত্রীকে চিকিৎসা দিয়ে থানায় মামলা দায়ের করা হবে। এদিকে ঘটনার পর থেকে বাদশা মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

[৭] ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. গাজী সালাহ উদ্দিন এ প্রতিবেদক-কে বলেন, গৃহবধু রিপা খাতুনের পিঠে ঝলসে গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৮] ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ প্রতিবেদক-কে বলেন, সংবাদ পেয়ে এসিডদগ্ধ গৃহবধুর চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি, ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়