শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ১৮ জুন, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধ হয়ে যাচ্ছে নোয়াখালী-ঢাকা রুটের উপকূল ও চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস

কিশোর সরকার : [২] চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ২০ জুন ঢাকা থেকে ছেড়ে গিয়ে চট্টগ্রাম থেকে আর আসবে না। আর ২১ জুন থেকে নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস ট্রেন লাকসাম থেকে ছেড়ে এসে ঢাকা থেকে আর যাবে না বলে জানিয়েছেন রেলওয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ট্রাফিক) মিয়াজাহান।

[৩] তিনি বলেন, করোনা আতঙ্কে রেলের যাত্রী চলাচল ২৫ শতাংশের নিচে নেমে এসেছে। এছাড়া করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় নোয়াখালী রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। বেশ কয়েকদিন উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে লাকসাম পর্যন্ত যাতায়াত করছে। কিন্তু লাকসামে গার্ড ও চালকদের থাকার পর্যাপ্ত জায়গা না থাকায় ট্রেনটি পরিচালনায় সমস্যা হচ্ছে। তাই এদুটি ট্রেন বন্ধ করেদিতে বাধ্য হচ্ছেন।

[৪] তিনি বলেন, ট্রেন চালানোর ব্যাপারে রেলের কর্মকর্তারা আন্তরিক। কিন্তু যাত্রী না পেলে খালী ট্রেন চালিয়ে তো লাভ নেই। গত ১৬ জুন থেকে আরো ৮ জোড়া ট্রেন চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু যাত্রী না থাকায় তাও চালানো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হলে আর ট্রেন বাড়ানোর সম্ভব না নেই বলে তিনি জানান।

[৫] ২৫ মার্চ থেকে দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পরে, ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে যাত্রীবাহি ট্রেন চলাচল শুরু হলে প্রথমে রাজধানীমুখী যাত্রীর ভিড় ছিল। কিন্তু বর্তমানে ২০ থেকে ২৫ শতাংশের নিচে নেমে গেছে টিকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়