শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে ইসলামী ব্যাংক লকডাউন

সৌরভ ঘোষ: [২] জেলায় ভুরুঙ্গামারীতে নতুন করে ইসলামী ব্যাংক ভুরুঙ্গামারী শাখার একজন কর্মকর্তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হওয়ায় উক্ত শাখাটি লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।

[৩] বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম কলেজ মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক ভুরুঙ্গামারী শাখাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন করে দেন। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মো.সায়েম, ইসলামী ব্যাংক ভুরুঙ্গামারীর শাখা ব্যবস্থাপক একেএম মোজাহারুল ইসলাম।

[৪] ব্যাংক সূত্রে জানা যায়, উক্ত শাখায় সহকারী কর্মকর্তা (ক্যাশ) পদে কর্মরত একজন কর্মকর্তা চাচা সম্প্রতি করোনা পজিটিভ হয়ে মারা যায়। তিনি সে সময় নিজ বাড়ীতে ছিলেন। পরবর্তীতে বিষয়টি গোপন করে চাকুরীতে যোগদান করেন। গত ০৮ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল মঙ্গলবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু সাজ্জাদ মো.সায়েম জানান, করোনা পজিটিভ ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। শুধু তাই নয়, তার সাথে মেসে থাকা ৪ ব্যাংক কর্মকর্তার নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পর্যায়ক্রমে ব্যাংকের সকল স্টাফের নমুনা পরীক্ষা করা হবে।

[৬] উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম বলেন, করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে এজন্য জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শে লকডাউন ঘোষণা করা হয়েছে।

[৭] ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম লকডাউনের সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে শাখা চালু করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়