শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুনিয়র তামিম চায় সিনিয়র তামিমের সাথে জুটি বাঁধতে

[২] রাহুল রাজ : একজন তামিম ইকবাল অন্যজন তানজিদ হাসান তামিম। জাতীয় টিমের বুমবুম তামিমের সাথে ইনিংস শুরু করতে চান বিশ্বকাপজয়ী যুব দলের অনুর্ধ ১৯ টিমের এই তানজিন তামিম।

[৩] তিন ফর্মেটে বাংলাদেশের পক্ষে উদ্ভোধনী ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবাল আস্থার নাম। তার ক্যারিয়ারে এপর্যন্ত ১৯ জনের সাথে জুটি বেঁধেছেন। কেউ ঠিক স্থায়ী হতে পারেন নি।

[৪] ইমরুলের পরে বর্তমানে লিটন দাস তামিমের সঙ্গী হচ্ছেন। সেই শূণ্যস্থান পূরণে যুবক তানজিদ হাসান তামিম নিজেকে তৈরি করেছেন।

[৫] বগুড়ায় জন্ম নেওয়া এই উদীয়মান ক্রিকেটার এক অনলাইন আড্ডায় নিজের এই ইচ্ছার কথা জানান। ড্যাসিং তামিম ইকবালকে নিজের আইডল মনে করেন। তানজিদ হাসান নিজেও বাঁহাতি ব্যাটসম্যান।

[৬] তানজিদ হাসান তামিম প্রচারমাধ্যমের আলোয় আসেন বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের হয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে সেঞ্চুরি করার পর। ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলের বিপক্ষে তার ১১৩ বলে ১১৭ রানের ইনিংসটির পরই মূলত শুরু হয়েছে তাকে নিয়ে আলোচনা।

[৭] তানজিদ হাসান সম্পর্কে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ওকে নিয়ে মাতামাতির এখনই সময় নয়। তাকে পরিণত হওয়ার সময় দেওয়া খুবই দরকার। সবেমাত্র ওর প্রতিভা বিচ্ছুরিত হতে শুরু করেছে। সেক্ষেত্রে নিজের ফর্ম ধরে রাখতে পারলে আগামীতে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা হবে সময়ের বিষয়। আমরা অনেককেই দ্রুত জাতীয় দলের জার্সি গায়ে তুলে দিয়েছি। তারা নিজেদের বেশী দিন টিমের সাথে স্থায়ী করতে পারেনি। অকালে অনেক প্রতিভা ঝরে গেছে। তাই এখন আমরা বেশ সর্তকতা অবলম্বন করছি। তবে এই মুহুর্তে তানজিম হাসান তামিমের দরকার বয়সভিত্তিক নিবিড় পরিচর্যা। যাতে যে নিজেকে আরো পরিপক্ক করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়