শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুশান্তের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের সালমান, করণ, একতা, বনশালিদের বিরুদ্ধে

সংবাদ প্রতিদিন : [২] সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার জন্য এবার কাঠগড়ায় সালমন খান, করণ জোহর, একতা কাপুর এবং সঞ্জয় লীলা বনশালিসহ ৮ জন। বুধবার বিহারের মুজাফফরপুর আদালতে এই নামকরা বলিউড তারকাদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন আইনজীবী সুধীর কুমার ওঝা।

[৩] ওয়ানইন্ডিয়া ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে আইনজীবী সুধীর জানিয়েছেন, সালমান খান, পরিচালক সঞ্জয় লীলা বনশালি, করণ জোহর এবং একতা কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীর কথায়, ‘ইচ্ছে করে এমন পরিবেশ তৈরি করা হয়েছিল, যার জেরে আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নিয়েছেন সুশান্ত!’

[৪] প্রসঙ্গত কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের মতে,‘ছিঁছোড়ে’ মুক্তির পর গত ৬ মাসে সাতটি বড় ব্যানারের ছবি হাতছাড়া হয়েছে সুশান্তের। কেন? ফিল্ম ইন্ডাস্ট্রির এই জঘন্য স্বজনপোষণের মতো কাজের জন্যই আজ একজন তরুণ অভিনেতার প্রাণ চলে গেল।’

[৫] ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে প্রায় ৭টি বড় ব্যানারের সিনেমা হাতছাড়া হয়ে গিয়েছিল সুশান্তের। সালমানের প্রযোজনা সংস্থা-সহ, বলিউডের আর ছয়টি প্রযোজক অভিনেতাকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছিলেন। যার ফলে, সুশান্তের কাছে ওয়েব সিরিজ কিংবা টেলিভিশনে অভিনয় করা ছাড়া, আর কোনও উপায় ছিল না! কিন্তু ধারাবাহিকে ফিরে যেতে নারাজ ছিলেন সুশান্ত। উপরন্তু বড় সাতটি ছবি হাত থেকে চলে যাওয়া, এহেন বিভিন্ন কারণের জন্য দিনের পর দিন গুমড়ে থেকে অবসাদে ভুগছিলেন অভিনেতা। ঘনিষ্ঠ সূত্র অনন্ত এমনটাই বলছে। আর সেই হতাশাই তাকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন অভিনেতার আত্মীয়স্বজন তথা ভক্তকুল। আর ঠিক সেই কারণেই সালমান খান, করণ জোহর, একতা কাপুর, বনশালির মতো বলিউডের প্রথমসারির অভিনেতা-প্রযোজকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

[৬] সুশান্তের মৃত্যুর পরই ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অনুভব কাশ্যপ। সালমান খানের পরিবারের জন্যই তার কেরিয়ার নষ্ট হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। সুশান্তকে অবসাদের দিকে ঠেলে দেওয়ার জন্য সালমান এবং তার ভাইদেরকে তো বটেই, এমনকী সেলিম খানের বিরুদ্ধেও মন্তব্য করেছেন তিনি। অনুভবের এই মন্তব্যের জেরে ফুঁসে উঠেছে নেটিজেনদের একাংশ। এরপরই আরবাজ খান মুখ খোলেন। তিনি জানিয়েছেন অনুভব কাশ্যপের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ করেছেন। তার কথায়, ‘২০১২ সালের পর আর কথা হয়নি অনুভবের সঙ্গে। পেশাদারীত্বের সঙ্গেই সরে এসেছিলাম আমরা। এখন এসব প্রশ্ন কেন উঠছে!’

[৭] সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে কার্যত উত্তাল গোটা দেশ। মহারাষ্ট্র পুলিশের তদন্ত এখনও জারি। পুলিশি তদন্তে এখনও কিছু প্রমাণিত হয়নি বটে, কিন্তু অভিনেতার আত্মহত্যার জন্য বলিউড ইন্ডাস্ট্রির ‘নেপোটিজম’ কিংবা স্বজনপোষণকেই দায়ী করছেন অনুরাগীরা। সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছে সালমান খান, আলিয়া ভাট, করণ জোহর-সহ বলিউডের একাধিক প্রযোজক এবং অভিনেতাদের উপর। বিশেষত, সালমান খান আর করণ জোহরেরই উপর বেশি ক্ষুব্ধ সুশান্ত-ভক্তরা। ফলশ্রুতি, পাটনার রাস্তাতেও পুড়েছে বলিউডের এই তারকাদের কুশপুতুল। কিন্তু বুধবার বেলা বাড়তেই জানা গেল ঘরের ছেলের মৃত্যুর ক্ষোভে শুধু পাটনাতে বিক্ষোভ মিছিল করেই ক্ষান্ত থাকেননি তারা। বিহার আদালতে সুশান্তের মৃত্যুর জন্য মামলা দায়ের করা হয়েছে সালমান খান, করণ জোহর, একতা কাপুর এবং সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়