শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনার মধ্যে নির্বাচন ও এজিএম না করতে বাফুফেকে ফিফার চিঠি

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জরুরি বার্তা পাঠিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিশেন (ফিফা)। আসন্ন নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করতে ওই চিঠিতে নির্দেশ দিয়েছে ফিফা।

[৩] ফিফার কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, গতকাল ফিফা থেকে নির্দেশনামূলক চিঠি এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, কোন প্রকার স্বাস্থ্যঝুঁকি থাকা অবস্থায় এজিএম ও নির্বাচন আয়োজন করা যাবে না বলে নির্দেশনা দেয়া হয়েছে।

[৪] সেই সঙ্গে নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে সেটা যেন ফিফাকে অবশ্যই জানানো হয়, সেটাও উল্লেখ করা হয়েছে চিঠিতে।

[৫] সম্প্রতি বাফুফের দুই সহসভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ মহি নির্বাচন নিয়ে অনিয়ম হচ্ছে অভিযোগ করে ফিফার কাছে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির জবাবে ফিফা তাদের জানিয়েছে তারা বিষয়টি দেখবে।

[৬] এ বছরের এপ্রিলে হওয়ার কথা ছিল বাফুফের এজিএম ও নির্বাচন। কিন্তু করোনার কারণে সবকিছু বন্ধ হয়ে গেলে ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন কমিটি গঠন হওয়ার আগ পর্যন্ত বর্তমান কমিটিকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতিও দিয়েছে ফিফা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়