শিরোনাম

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রস্তাবিত বাজেট একেবারে শুভঙ্করের ফাঁকি: রিজভী

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ২০২০-২১ অর্থবছরের বাজেটে ফুটে উঠেছে সরকারের নির্মমতা সরকারের নির্দয়তা। বাজেট পাস হয়নি এর আগে মোবাইল ফোন থেকে টাকা কাটা শুরু হয়েছে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যখাত। সে খাতে বরাদ্দ রাখা হয়েছে গতানুগতিক।

[৩] তিনি বলেন, করোনা মোকাবেলা করতে গিয়ে আমরা দুর্নীতির মহোৎসব ভয়াবহতা দেখলাম। সরকারের অদক্ষতা দেখলাম।

[৪] রিজভী বলেন, করোনা মোকাবেলার জন্য ৭১ শতাংশ হাসপাতলে করোনা সুরক্ষা নেই। প্রস্তাবিত বাজেটের মধ্যে এর কোনো দিকনির্দেশনা নেই।

[৫] বুধবার প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। এ মানববন্ধনের আয়োজন করে ফিউচার অফ বাংলাদেশ।

[৬] দুপুরে রাজধানীর শ্যামলী মোড়ে মোহাম্মদপুর ছাত্রদলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ করেন রিজভী। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়