শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে পৌর শহরের দুটি ওয়ার্ড রেড জোন ঘোষণা, মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রাজেশে গৌড়, দুর্গাপুর প্রতিনিধি : [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় পৌর এলাকার দু’টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রেড জোন ঘোষণাকৃত এলাকা দুটি হলো- দুর্গাপুর পৌরসভার ৩ নং ও ৫ নং ওয়ার্ড।

[৩] মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম এলাকা দু’টিকে রেড জোনা ঘোষণা করেন।

[৪] এ সময় পৌর শহরে স্বাস্থ্য বিধি না মানায় দুই দোকানদারসহ পাঁচ পথচারীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়। এ অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে বলে জনান ইউএনও।

[৫] ইউএনও ফারজানা খানম জানান, কোভিড-ি১৯ কালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পযন্ত দোকান খোলা রাখা এবং ৪টার শুধু পর ওষুধের দোকান খোলা রাখা যাবে। স্বাস্থ্য বিধি মেনে রাস্তা ঘাটে চলাচলের সরকারি নির্দেশ জারি করা হয়েছে।

[৬] এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- দুর্গাপর পৌর মেয়র আব্দুল সালাম, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মো. তানজিরুল ইসলাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান সহ পুলিশ সদস্যরা। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়