শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই ম্যাচ বাকি থাকতেই বায়ার্ন মিউনিখের শিরোপা জয়ের উল্লাস

স্পোর্টস ডেস্ক : [২] শিরোপা জয়ের মঞ্চ ছিল প্রস্তুত ছিলো আগেই। বাকি ছিল যেন স্রেফ আনুষ্ঠানিকতা। সেটাই সেরে নিল বায়ার্ন মিউনিখ। ভার্ডার ব্রেমেনকে তাদেরই মাঠে হারিয়ে টানা অষ্টমবারের মতো বুন্ডেসলিগার শিরোপা উল্লাসে মেতে উঠল জার্মানির সফলতম দলটি।

[৩] দুর্দান্ত ফর্মে থাকা রবের্ত লেভানদোভস্কির একমাত্র গোলে মঙ্গলবার ব্রেমেনকে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত করে বায়ার্ন। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের এটি ৩০তম শিরোপা।

[৪] শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামা বায়ার্ন এগিয়ে যায় ম্যাচের ৪৩তম মিনিটে। জেরোমে বোয়াটেংয়ের রক্ষণের ওপর দিয়ে উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন লেভানদোভস্কি। - বিডিনিউজ

[৫] লিগে সর্বোচ্চ গোলদাতার এটি ৩১তম গোল। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ৪০ ম্যাচে ৪৬টি। ৬০তম মিনিটে ব্যবধান বাড়িয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিতে পারতো বায়ার্ন। কিন্তু টমাস মুলারের ক্রসে দারুণ পজিশনে থেকেও লক্ষ্যভ্রষ্ট হেড করেন লেভানদোভস্কি।

[৬] ৮০তম মিনিটে প্রতিপক্ষের সার্ব ডিফেন্ডার মিলোস ভেলিকোভিচকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বায়ার্ন মিডফিল্ডার আলফুঁস ডেভিস। ১০ জনের দলে নেমে গিয়ে শেষ মুহূর্তে গোল খেতে বসেছিল শিরোপাধারীরা। তবে ওসাকার হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক মানুয়েল নয়ার। শিরোপা নিশ্চিত হয় বায়ার্নের।

[৭] গ্যালারিতে দর্শক না থাকার কারণেই হয়তো বায়ার্নের উদযাপন হলো সাদামাটা। একে অপরকে জড়িয়ে ধরা ও পিঠ চাপড়ে দেওয়া-এই। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রেক্ষাপটে পরিবর্তন না এলে হয়তো আজকে তাদের উদযাপন হতো বাঁধভাঙা। এমনিতে জার্মানির শীর্ষ লিগে তাদেরই আধিপত্য, বরাবরই ফেভারিট থাকে তারা। তবে এবার মুকুট অন্য কোনো দলের মাথায় ওঠার সম্ভাবনা জেগেছিল। দলটির মৌসুমের শুরুর চিত্র ছিল বেশ খারাপ; প্রথম চার মাসে ১৪ রাউন্ডে চারটিতে হেরেছিল তারা, তিন ড্র। সাত জয়ে ২৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গিয়েছিল বায়ার্ন। ব্যর্থতার দায়ে চাকরি হারান তখনকার কোচ নিকো কোভাচ।

[৮] গত নভেম্বরের শুরুতে হান্স ফ্লিক অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়ায় বায়ার্ন। সবশেষ বায়ার্ন হেরেছিল গত বছরের ৭ ডিসেম্বর; বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে ২-১ গোলে। এরপর টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকে শিরোপা জিতল তারা, এর মধ্যে ড্র মাত্র একটি। আর শেষ ১১ রাউন্ডে টানা জয়। - গোলডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়