শিরোনাম

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর রাজী : আমার সন্তানদের যে কথা বলতে চাই

আর রাজী : শিল্পী-সাহিত্যিকরা তাদের জীবনের যে কোনো সময়ের যে কোনো মহৎ সৃষ্টির জন্য সদা-সর্বদা, এমন কি অনন্তকাল সম্মানিত হতে পারেন বা হন কিন্তু রাজনীতিক, বুদ্ধিজীবী বা ভাল মানুষের সম্মান যদি পেতে চান কেউ, তবে কেবল অতীত নয়, তার সর্বসাম্প্রতিক ভূমিকা দিয়েই তাকে বিচার করা হয় এবং হবে।

সুবিধাপ্রাপ্তির হিসাব-নিকাশে যারা লিপ্ত তারা এই সত্যকে আড়াল করতে চান এবং এ কারণেই রাজনীতিক বা বুদ্ধিজীবীর সর্বসাম্প্রতিক ভূমিকার কথা উচ্চারণ না করে অতীতের গল্প তারা শোনান।

মনে রেখেন, হে প্রিয় সন্তান আমার; যে জুলুমের বিরুদ্ধে সদা সোচ্চার নয়, সাধারণ মানুষের দেওয়া সম্মান গ্রহণের অধিকার তার থাকতে পারে না।

মনে রাখবেন, আপনার কালে যে মানুষ গুম বা খুন হয়ে যান, বিনা অপরাধে কারারুদ্ধ থাকেন কিংবা খাবার বা চিকিৎসা না পেয়ে মরে যান, আর তাকে রক্ষা করতে না পারার অক্ষমতা যদি আপনাকে প্রতিবাদী ও বিক্ষুব্ধ না করে; মনুষ্যত্বের অবমাননার প্রতিকারের সংগ্রামে নিজেকে যদি মেলাতে না পারেন, তবে আপনি স্বজাতির সম্মান পাওয়ার উপযুক্ত তো ননই বরং সাধারণের ঘৃণায় দগ্ধ হওয়াই আপনার অনিবার্য পরিণতি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়