শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিইউ ইউনিট করোনাভাইরাসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বললেন অধ্যাপক ডা. বিল্লাল আলম

ডেস্ক রিপোর্ট : [২] হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলো (আইসিইউ) থেকে দ্রুত ছড়াচ্ছে ভয়াবহ ভাইরাস করোনা। ফলে করোনায় আক্রান্ত হয়ে একের পর এক মারা যাচ্ছেন বিভিন্ন হাসপাতালের আইসিইউ প্রধান। দায়িত্ব পালন করতে গিয়েই তারা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে পড়ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ বর্তমানে হাসপাতালগুলোর আইসিইউতে ভর্তি থাকা রোগীদের সিংহভাগই কভিড-১৯ আক্রান্ত। দায়িত্ব পালন করতে গিয়ে সর্বশেষ গত রবিবার করোনায় আক্রান্ত হন ঢাকা মেডিক্যাল কলেজের আইসিইউ প্রধান ডা. মোজাফফর হোসেন।

[৩]আইসিইউতে করোনা রোগী ভর্তি থাকলে তা অন্যদের জন্য খুব ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাবেক প্রিন্সিপাল ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বিল্লাল আলম। মঙ্গলবার তিনি বলেন, আইসিইউ ইউনিট করোনাভাইরাসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যেখানে করোনা রোগী ভর্তি থাকে সেই আইসিইউ ইউনিটে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও মেডিক্যাল সহকারীদের সঠিকভাবে মাস্ক ও পিপিই ব্যবহবার করতে হবে। তা নাহলে এ ঝুঁকি থেকে রক্ষা পাওয়া কঠিন হবে।

[৪]জানা গেছে, হাসপাতালের আইসিইউ ইউনিটে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত চারজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে তিনজন ছিলেন বিভাগীয় প্রধান। গত ৭ জুন মারা যান স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন। একইভাবে ১৩ জুন রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধান ডা. সাজ্জাদ হোসাইন মারা যান। এর আগে মারা যান ইমপালস হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. প্রফেসর জলিলুর রহমান।

[৫]সম্প্রতি ডা. সাখাওয়াত হোসেন নামে আরো একজন চিকিৎসক মারা গেছেন, যিনি ল্যাব এইড হাসপাতালের আইসিইউ বিভাগের কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া গত রবিবার আক্রান্ত হয়ে আইসোলেশনে গেলেন ঢাকা মেডিক্যাল কলেজের আইসিইউ প্রধান ডা. মোজাফফর হোসেন।

[৬]করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীর সর্বশেষ ভরসা দেশের হাসপাতালগুলোর ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। এ বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসকরাও প্রাণপণ চেষ্টা চালান একজন রোগীকে সারিয়ে তুলতে। সাধারণত এখানকার রোগীদের অবস্থা বেশি খারাপ হওয়ায় দায়িত্বে থাকা চিকিৎসকদের চ্যালেঞ্জটাও বেশি। উপরন্তু রোগী যদি হয় কভিড-১৯ আক্রান্ত তাহলে তো কথাই নেই। এই পরিস্থিতিতে আইসিইউর দায়িত্বশীলদের করোনায় আক্রান্তের ঘটনাগুলো দেশের স্বাস্থ্য সংশ্লিষ্টদের বেশ ভাবিয়ে তুলছে।
সূত্র-কালেরকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়