শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাঈদীকে প্রধানমন্ত্রী দেখিয়ে কল্পিত ‘মন্ত্রিসভা’র তালিকা, যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : [২] একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্রধানমন্ত্রী দেখিয়ে কল্পিত এক মন্ত্রিসভার তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আব্দুর রহিম (২৬)। মঙ্গলবার (১৬ জুন) পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

[৩] গ্রেফতার রহিমের বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের সর্দারপাড়া এলাকায়। সে ওই এলাকার নায়েব আলীর ছেলে।

[৪] দেবীগঞ্জ থানার উপপরিদর্শক ও ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আব্দুর রহিম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি কল্পিত মন্ত্রিসভার তালিকা ছবিসহ প্রকাশ করে। এতে প্রধানমন্ত্রী হিসেবে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম দেয় সে। এছাড়াও ধর্মমন্ত্রী হিসেবে মিজানুর রহমান আজহারী, অর্থমন্ত্রী হিসেবে বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) নেতা আন্দালিব রহমান পার্থসহ আরও কয়েকজন জামায়াত ও বিএনপি নেতাদের নাম বসায়। ওই পোস্টে সে মন্তব্য করে ‘এই ব্যক্তিরা যদি সরকার পরিচালনা করতো তাহলে কতোই না ভাল হতো’। এটি পোস্ট দেখার পরপরই স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে তারা বিষয়টি পুলিশকে জানালে সোমবার (১৫ জুন) গভীর রাতে দেবীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

[৫] এসআই আব্দুর রাজ্জাক আরও জানান, তাকে আটকের পরে দেবীগঞ্জ থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দেবীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক গোলজার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

[৬] দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার জানান, ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাংলা ট্রিবিউন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়