শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ১৭ জুন, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে পৃথক অভিযানে ১১ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: [২] কক্সবাজারের টেকনাফে র‌্যাব ও বিজিবি'র পৃথক অভিযান চালিয়ে ১১ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

[৩] এঘটনায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার উপজেলার বরইতুলী ক্যাম্পের সামনে থেকে ও জাদিমুড়া কবর স্থান থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়। আটক হলেন, হ্নীলা ইউপি নয়াপাড়া মুচনী রেজিস্ট্রার ক্যাম্পের সি বল্কের বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মোঃ সাদ্দাম হোসেন(২৩)।

[৪] টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, হ্নীলা ইউপি জাদিমোড়া কবর স্থানে ইয়াবা পাচারের উদ্দেশ্য মজুদ রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি একটি বিশেষ টহলদল ঔই এলাকায় অভিযানে যায়। কবর স্থান তল্লাশি করে ঝোপের ভিতর একটি প্লাস্টিকের বালটি দেখতে পায়।পরে প্লাস্টিকের বালতি খুলে গণনা করে ৯ হাজার ৫৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

[৫] তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে,যা পরবর্তী উদ্ধর্তন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

[৬] অপর দিকে একই দিন সোমবার র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন,বরইতুলী র‌্যাব ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশির সময় সন্দেহভাজন একটি সিএনজি থামালে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।এ সময় তার দেহ তল্লাশি করে ১ হাজার ৭৯০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৮লাখ ৯৫হাজার টাকা। আটক হলেন, হ্নীলা ইউপি নয়াপাড়া মুচনী রেজিস্ট্রার ক্যাম্পের সি বল্কের বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মোঃ সাদ্দাম হোসেন(২৩)।

উদ্ধার ইয়াবাসহ আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়