শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীন ও নিউজিল্যান্ডে নতুন করে কোভিড-১৯ এর পদধ্বনি

ইমরুল শাহেদ : [২] ডনের করোনাভাইরাস সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী বেইজিং থেকে কয়েক স্থানে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুনভাবে শনাক্ত হওয়া ২৭ জন কোভিড রোগীসহ বেইজিংয়ে বৃহস্পতিবার পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জন। তবে চীনের সর্বত্র নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৪০ জন। ডন, সিএনএন

[৩] চীনের বাণিজ্য নগরী সাংহাই থেকে বলা হয়েছে, রাজধানী থেকে যারাই সাংহাই আসবে তাদের দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।

[৪] এটা হলো ফেব্রুয়ারির পর চীনে বড় ধরনের কোভিড-১৯ বিস্তারের ঘটনা। এজন্য গণমাধ্যমগুলো এবারের বিস্তারকে দ্বিতীয় আঘাতও বলা হচ্ছে। তবে এবারের উপসর্গ হলো শ্বাসকষ্টের।

[৪] নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা করে দেশটির জনগণ আনন্দ-উল্লাসে মেতে উঠেছিল। গত ২৪ দিন দেশটিতে কোনো কোভিড রোগী পাওয়াও যায়নি। কিন্তু যুক্তরাজ্য থেকে সম্প্রতি যারা নিউজিল্যান্ডে এসেছিলেন তাদের মধ্যে দুই জনকে পাওয়া গেছে কোভিড রোগী। তারা দু’জনই নারী এবং তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

[৫] প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন আগেই সতর্ক করে দিয়ে বলেছিলেন, নিউজিল্যান্ডের নাগরিকরা বিদেশ থেকে দেশে ফিরতে শুরু করলে আবারও কোভিড হতে পারে। তবে দেশটি কিছু নাগরিককে দেশে ফিরতে দিচ্ছে বিশেষ শর্তাবলীর আওতায়।

[৬] এছাড়া যুক্তরাষ্ট্রের কী মডেল প্রোজেক্টস বলেছে, আগামী অক্টোবরের মধ্যে দেশটিতে দুই লাখ লোক মারা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়