শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনে বাড়ছে শিল্প উৎপাদন, আশঙ্কায় করোনার দ্বিতীয় ঢেউ

মুসা আহমেদ : [২] করোনা মহামারীর প্রভাবে বিশ্বের প্রায় সব দেশেই শিল্প উৎপাদনে ধস নেমেছে। তবে টানা চার মাস বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াচ্ছে চীন। মে মাস পর্যন্ত গত দুই মাসে বেড়েছে দেশটির শিল্প উৎপাদন। তবে প্রত্যাশার চেয়ে আয় কিছুটা কম হয়েছে। রয়টার্স

[৩] রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বনেতারা দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড ও গতিশীলতার দিকে দৃষ্টি দিচ্ছে। কিভাবে এত সহজে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে তা গভীর পর্যবেক্ষণ করছে তারা।

[৪] সোমবার প্রকাশিত দেশটির সরকারি তথ্যমতে, করোনা মহামারীর কারণে খুচরা বাজার ও বিনিয়োগে ধস নেমেছে। গত ডিসেম্বর থেকে চীনের উহানে করোনা মহামারীর প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়ে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রায় প্রতিটা বাণিজ্যিক প্রতিষ্ঠানই আর্থিকভাবে বিধ্বস্ত হয়। গতবারের তুলনায় এবার মে মাসে খুব কম সময়ে উৎপাদন প্রবৃদ্ধি বেড়েছে ৪.৪ শতাংশে। যা ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ উৎপাদন। তবে এপ্রিলে উৎপাদন প্রবৃদ্ধি ছিলো ৩.৯ শতাংশ। সম্পাদনা: ইকবাল খান

[৫] দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা জিয়াঙ্গ ইউয়ান এক বিবৃতিতে জানান, সার্বিকভাবে শিল্প উৎপাদন মোটের ওপর ভালো যাচ্ছে। তবে করোনার দ্বিতীয় থাবার আশঙ্কায় জটিলতা ও অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছে।

[৬] বিশ্লেষকরা বলছেন, মোটরগাড়ি শিল্প উৎপাদনে অর্থনীতি পুরুদ্ধারে অনেক অগ্রগতি দেখিয়েছে চীন। এপ্রিলে ও মে মাসে গাড়ি বিক্রিও বেড়েছে সমান তালে। তবে করোনার দ্বিতীয় ঢেউ আশঙ্কায় এ ব্যবসায় উঁকি দিচ্ছে মেঘ। ফলে কয়েক দিন ধরে এসব পণ্যের গ্রাহকরা কিছুটা পিছু হটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়