শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা মহামারীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন অবাস্তব, বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : [২] বেশ কয়েকবার বৈঠক করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য এখনও ঝুলে আছে। করোনা পরিস্থিতির মাঝে বিশ্বকাপ হবে কিনা, তা জানা যেতে পারে জুলাই মাসে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন অবাস্তব।

[৩] কয়েকদিন আগেও ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছিল, বিশ্বকাপ আয়োজন বড় ঝুঁকির মধ্যে আছে। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস মঙ্গলবার ভিডিও কনফারেন্সে দেশটির সংবাদমাধ্যমকে বলেছেন, এই মুহূর্তে বিশ্বকাপ আয়োজন করা খুব কঠিন হবে।

[৪] এ বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে করোনাভাইরাস মহামারীতে এই আসরকে ঘিরে চলছে চরম অনিশ্চয়তা। এমন অবস্থায় ১৬ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার ভাবনায় ইতিবাচক নয় অস্ট্রেলিয়া।

[৫] আর্ল এডিংস বলেন, আনুষ্ঠানিকভাবে যদিও বিশ্বকাপ এখনও বাতিল হয়নি বা পিছিয়ে যায়নি, কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের নানা প্রান্ত থেকে ১৬টি দলকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা, বেশির ভাগ দেশেই যেখানে কোভিড এখনও বাড়ছে, আমার মতে, এটি (বিশ্বকাপ আয়োজন) অবাস্তব, কিংবা খুব, খুব কঠিন হবে।

[৬] সামনে বিশ্বকাপ কিন্তু তার আগেই বড় একটি রদবদল এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ পদগুলির একটিতে। পদত্যাগ করেছেন প্রধান নির্বাহী কেভিন রবার্টস। আপাতত এই দায়িত্ব তুলে দেয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী নিক হকলিকে।

[৭] দায়িত্ব নিয়ে হকলি জানিয়েছেন, অনিশ্চয়তা থাকলেও তারা বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাবেন। তিনি বলেন, দারুণ একটি স্থানীয় আয়োজক কমিটি আছে আমাদের, যারা সম্ভাব্য সবকিছুর জন্যই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। এরপর সিদ্ধান্ত যা হওয়ার হতে পারে। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়