শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাত্রলীগ নেতা বাপ্পী হত্যার আসামি নিবিল গ্রেপ্তার

আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ [২] লোহাগাড়ায় বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বাপ্পী হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত আহ্ববায়ক কমিটির সদস্য মোরশেদ আলম নিবিলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

[৩] সোমবার (১৫ জুন) রাত ১০ টার দিকে লোহাগাড়া বটতলী স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ।

[৪] লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম বার্তা বাজার পত্রিকাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া নিবিল চাঞ্চল্যকর বাপ্পী হত্যা মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামি। (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হবে। সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

[৫] উল্লেখ্যঃ ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদের পুরান বিওসি এলাকায় মাহবুবুর রহমান বাপ্পীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের মা জেসমিন আক্তার বাদি হয়ে ১১ জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেন।

[৬] জানা যায়, মামলাটি প্রথমে এক বছর তদন্ত করে লোহাগাড়া থানা পুলিশ। পরে জেলা গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়। তাঁরাও তদন্ত করে প্রায় দেড় বছর। এরপর মামলা পাঠানো হয় সিআইডিতে। প্রায় দুবছর তদন্ত শেষে তারা আদালতে চার্জশীট দেয়।

[৭] চার্জশীট দেওয়ার আগে মামলায় ৭ জন আসামি গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে বেরিয়ে আসে। আদালতে শাহাদাত ও রুবেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে তারা বলেন, বালুর ব্যবসার বিরোধকে ঘিরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যার পরিকল্পনা হয় যুবলীগ নেতা বাদশা খালেদের বাড়িতে। সেখানে শাহাদাত, নিবিলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

[৮] বাদশা খালেদ গত চার মাস আগে আদালতে আত্মসমপর্ণ করেন। সে থেকে তিনি কারাগারে রয়েছেন। ১৬৪ ধারায় জবানবন্দির ভিত্তিতে অভিযোগপত্রে নাম আসা নিবিল দীর্ঘদিন পর গতকাল গ্রেপ্তার হলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়