শিরোনাম

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিকআপবোঝাই আমের ক্যারেটের ভেতর থেকে হাজার বোতল ফেনসিডিল উদ্ধার, আটক দুই

সুজন কৈরী : [২] মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টায় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-২।

[৩] আটকরা হলেন- মো. শরিফুল ইসলাম (২৪) ও মো. নুরনবী উরফে রিপন (২৩)। ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়।

[৪] র‌্যাব-২ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন বলেন, মৌসুমি ফল পরিবহনে আড়ালে চলছে মাদক ব্যবসা। আমের পিকআপে ফেনসিডিল আসছে এমন একটি সংবাদ আসে আমাদের কাছে। এরই ধারাবাহিকতায় ভোরে মোহাম্মদপুরের বসিলায় অবস্থান করি আমরা।

[৫] তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমের পিকআপকে সিগনাল দেই। তারা গাড়ি রেখে পালানো চেষ্টা করছিল। তাদের জিজ্ঞাসাবাদে আমের খাঁচিতে অভিনব পন্থায় লুকায়িত এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করি এবং পিকআপ জব্দ করি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়