শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে একই রশিতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে মরদেহ দু’টি উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিয়ে তদন্ত করছে পুলিশ, কিছু বলতে পারেননি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিও।

[৩] মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার নামক এলাকায় নিহতের নিজ বাড়ীর শয়ন কক্ষে বাঁশের সড় থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।

[৪] উপজেলার সংশ্লিষ্ট লেহেম্বা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, চাপোড় পার্বতীপুর গ্রামের বিরাশী বাজার পাড়া এলাকার নিজ বাড়িতে শয়ন ঘরে বাঁশের সড়ের সাথে একই রশিতে তাদের ঝুলন্ত অবস্থায় তাদের লাশ এলাকাবাসি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী বিপুল ও স্ত্রী পারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত বিপুল (২৫) চাপোড় পার্বতীপুর গ্রামের বিরাশী বাজার পাড়া এলাকার মৃত সেট কুমারের ছেলে।

[৫] মৃত পারুল (২২) উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড় কোর্ট আঁধারদীঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে। এ ঘটনার সম্ভাব্য কোনো কারণ জানাতে পারেননি এই ইউপি চেয়ারম্যান , তবে পুলিশের তদন্ত কাজে এলাকাবাসীর সহযোগীতা চাওয়া হয়েছে, এভাবে সেটা বেড়িয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন।

[৬] রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন মৃত বিপুল ও পারুলের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়