শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে অব্যাহতি

দিনাজপুর প্রতিনিধি : [২] জেলায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গ্রেফতার দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজবকে জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

[৩] সোমবার (১৫ জুন) রাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ.কে এম আফজালুর রহমান বাবুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অপরাধ এবং বিগত দিনেও তার কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হওয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি আবু জাফর রজবকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

[৫] দলের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

[৬] উল্লেখ্য, চাঞ্চল্যকর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জোড়া খুনের ঘটনায় ১১ জুন বৃহস্পতিবার দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় নিজ মালিকানাধীন হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল থেকে রজবকে পুলিশ গ্রেফতার করে। সোমবার (১৫ জুন) দিনাজপুর আমলী আদালত-১ (সদর) এর বিচারক সি

[৭] নিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসাইন সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়