শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আখাউড়া স্থলবন্দর দিয়ে ৯দিন পর আগরতলায় পণ্য রফতানি কার্যক্রম শুরু

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া : [২] ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফসহ ১০ জন করোনায় আক্রান্ত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াস্থল বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখে ভারতীয় ব্যবসায়ীরা।

[৩] আক্রান্তদের নমুনা রিপোর্ট নেগেটিভ আসায় নয়দিন বন্ধ থাকার পর এই স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি কার্যক্রম চালু হয়েছে আবার।

[৪] মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

[৫] তিনি জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয় সদস্য ও দুইজন কাস্টমস এবং ইমিগ্রেশন কর্মকর্তাসহ ১০ জন করোনায় আক্রান্ত হওয়ার জেরে রোববার (৭ জুন) থেকে বাংলাদেশের পণ্য নেয়া বন্ধ করে দিয়েছিল ভারতীয় ব্যবসায়ীরা।

[৬] এরপর আগরতলা কাস্টমস ও ইমিগ্রেশনের প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারীকে তারা করোনা টেস্ট করায়। করোনা পরীক্ষায় বিএসএফসহ ১০ জন বাদে অন্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। যার কারণে মঙ্গলবার সকাল থেকে সীমিত পরিসরে পণ্য নেয়া শুরু করেছে ভারতীয় ব্যবসায়ীরা।

[৭] এখন থেকে প্রতিদিন সীমিত পরিসরে ৪০ ট্রাক পণ্য আগরতলা যাবে। মঙ্গলবার সকালে আগে থেকে আটকে পড়া ১০ ট্রাক বিভিন্ন মালামাল ভারতে প্রবেশ করেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়