শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএম এসআর আলিফ : রবীন্দ্রনাথ ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে ব্যথিত হয়ে লিখেছিলেন ‘এনেছিলে সঙ্গে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান’

বিএম এসআর আলিফ : আইনবিদ ও রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাশ ১৮৭০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। পরিবারের আদি নিবাস ছিল মুন্সীগঞ্জের তেলিরবাগে। চিত্তরঞ্জনের বাবা ভুবনমোহন দাশ ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি। চিত্তরঞ্জন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাস করে বিলেত যান এবং ব্যারিস্টারি করে এসে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসায় যুক্ত হন। এর পাশাপাশি তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনেও অংশ নিয়েছেন।

 

তিনি ১৯২০ সালে কংগ্রেসের বিশেষ অধিবেশনে গান্ধীর অসহযোগ নীতির বিরোধিতা করেন। তবে পরে গান্ধীর ডাকে সাড়া দিয়েই তিনি ব্যারিস্টারি পেশা ত্যাগ করে সার্বক্ষণিক রাজনীতিতে যুক্ত হন। অসহযোগ আন্দোলনে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন চিত্তরঞ্জন। আন্দোলনের জন্য কারাবরণ করতে হয়েছে তাকে। দেশের স্বার্থে আত্মত্যাগের জন্য মানুষ তাকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করে। ১৯২৩ সালে হিন্দু-মুসলমান সম্প্রীতি রক্ষার স্বার্থে ‘বেঙ্গল প্যাক্ট’ নামে একটি ঐতিহাসিক চুক্তি তিনি সম্পাদনা করেন। ১৯২৪ সালে চিত্তরঞ্জন কলকাতা করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। বাঙালি জাতীয়তাবাদ, ধর্মের সম্প্রীতি ও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন ছিল তার মূল রাজনৈতিক দর্শন।

 

রাজনীতির মধ্যে থেকেও তিনি নিয়মিত সাহিত্যচর্চা করতেন। সে সময়ের বিখ্যাত সাহিত্য পত্রিকা ‘নারায়ণ’-এর তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক। মালঞ্চ, মালা, সাগর সংগীত ও অন্তর্যামী কাব্যগ্রন্থের জন্য তিনি কবি হিসেবেও খ্যাতি পান। ১৯২৫ সালের ১৬ জুন দার্জিলিংয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুতে ব্যথিত হয়ে লিখেছিলেন, ‘এনেছিলে সঙ্গে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান’। [বাংলা একাডেমির চরিতাভিধান অবলম্বনে]

  • সর্বশেষ
  • জনপ্রিয়