শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেইশার্ড ব্রুকস হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করলো আটলান্টা পুলিশ

আসিফুজ্জামান পৃথিল : [২] শেতাঙ্গ পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্রকস এর হত্যাকাণ্ডের পর এখনও উত্তাল মার্কিন শহর আটলান্টা। এরপরই পদত্যাগ করেন নগরীটির পুলিশ প্রধান। রোববার ব্রুকস এর শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ করেছেন আটলান্টা পুলিশ। সিএনএন, ফক্স

[৩] এক সংবাদ সম্মেলনে শহরটির মেয়র কেইশা ল্যান্স বটম বলেন, ‘আপনি কি করতে পারেন আর কতোটুকু করবেন সে ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কোনওভাবেই কাউকে হত্যা করা আমরা জায়েজ করতে পারবো না।’

[৪] ভিডিওতে দেখা গেছে একটি গাড়িতে করে ঘটনাস্থলে আসেন ব্রুকম। স্টিয়ারিংয়ের পেছনে ঝিমাচ্ছিলেন তিনি। এসময় পুলিশ কর্মকর্তা ব্রসনান তার জানালায় নক করেন। তিনি বলেন, ‘এই, তুমি ড্রাইভ থ্রু লেনের মাঝখানে গাড়ি পার্ক করেছো।’ ব্রুকস শুরুতে কোনও জবাব না দিয়ে ঝিমাতে থাকেন।

[৫] এরপর ব্রসনান ব্রুকসকে তার গাড়ি পার্কিং এলাকায় নিয়ে আসতে বলেন। ব্রুকস সে কথা শুনলে তাকে গাড়ির বাইরে আনা হয়। এরপর ব্রসনান জানতে চান আেিরাহী মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন কিনা। এরপর লাইসেন্সের জন্য ব্রুকসের দেগতল্লাসী করেন ঐ পুলিশ কর্মকর্তা। ব্রুকস জানান, তিনি এক পেগ পান করেছেন মাত্র। এসময় রেডিওতে ডিইউআই পরীক্ষার সরঞ্জাম চান ব্রসনান।

[৬] এরপর ঘটনস্থলে ব্রেথঅ্যানালাইজার নিয়ে আসেন রলফে। প্রথমমে ব্রুকস বলেছিলেন তিনি মায়ের কবর পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু পরে জানান, তিনি গিয়েছিলেন কন্যার জন্মদিনের অনুষ্ঠানে।

[৭] রলফে জানান, ব্রুকস অতিরিক্ত পান করেছেন। তিনি তাকে দুহাত মাথার পেছনে বাঁধার নির্দেশ দেন। ব্রুকস এর সঙ্গে এরপর রলফের ধস্তাধস্তি শুরু হয়। দুই পুলিশের শরীরে থাকা ক্যামেরাই এসময় কাঁপছিলো। তাই কি হয়েছে পুরোটা স্পষ্ট নয়। এক পর্ডায়ে ব্রুকস পালাতে চেষ্টা করলে এক কর্মকর্তা টিজার ছোড়ার হুমকি দেন।

[৮] এক পর্যায়ে রলফের হাত থেকে টিজার কেড়ে নেন ব্রুকস। তিনি কর্মকর্তার মুখে ঘুসি মারেন। এসময় রলফে নিজের টিজার ফেরত নিতে সক্ষম হন এবং তা ব্রুকসের উপর ব্যবহার করেন।

[৯] শরীরে তা না লাগায় পালানোর চেষ্টা করেন ব্রুকস। তিনি পালাচ্ছিলেন এমন সময় পিস্তল বের করে গুলি করেন পুলিশ কর্মকর্তা রলফে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়