শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবীর হোসেন তাপস : করোনায় অফিসে কিছু বিষয়ে সচেতনতা সবচেয়ে জরুরী

কবীর হোসেন তাপস :  করোনায় আমরা এখন অনেকে পুরো অফিস করছি।এই সময় অফিস সংক্রান্ত কয়েকটি সচেতনতা
মেনে চললে আপনি অধিক নিরাপদ থাকবেন।

ক: Lift এ বেশী লোক হলে পরবর্তীর জন্য অপেক্ষা করুন। Lift এর button press করার জন্য পকেটে
ছোট আকৃতি করে নেয়া টিস্যু পেপার রাখুন। ব্যবহারের পর ওয়েস্ট বাস্কেটে ফেলে দিন। Lift এ মাস্ক ছাড়া কারো চড়া কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন।অফিস তেমন উচুঁতে না হলে পায়ের উপর ভরসা রাখুন।

খ: অফিসে আপনার Desk বা Room এ আসার সময় যদি কোথাও হাত লাগাবার প্রয়োজন না পড়ে, সেটার সুযোগ নেয়াই শ্রেয়।। যদি Door Knob খুলতে হয় অবশ্যই খোলার পর হাত স্যানিটাইজড করে নিন।

গ: আপনার intercom phone বা landline ফোনের receiver এবং dialler নিজ হতে স্যানিটাইজড করুন। আপনার ফোন অন্য কাউকে দিয়ে receive বা dial না করানোই ভাল।

ঘ: Desk Top এর mouse এবং keyboard ব্যাবহারের পূর্বেই স্যানিটাইজড করুন।Laptop
এর ব্যপারে বিবেচনা প্রয়োগ করুন।

ঙ: Desk , Table বা Chair এর যে অংশে আপনার হাত রাখতে হয় সে অংশ নিজ হাতে স্যানিটাইজড করুন।
চ: কাগজ পত্র, সই , লেখালেখি করার সময় সচেতন
থাকুন। কাজ শেষ হলে হাত স্যানিটাইজড করে নিন।

ছ: বাইরের থেকে lunch আনলে অফিস ওভেনে গরম করে নিন। গরমের ব্যবস্থা না থাকলে বাসা থেকে খাবার নিয়ে আসা ভাল।

জ: অফিস কক্ষে একা কাজ করলে মাস্ক খুলে রাখতে পারেন। মাস্ক খোলার আগে হাত স্যানিটাইজড করে নিন।কোন অবস্থায় মাস্ক গলায় নামিয়ে রাখবেন না।

এসব নিয়ম সব সাধারণ অফিসের জন্য প্রযোজ্য।
যাদের কক্ষে বা ডেস্কে office colleagues ছাড়া বহিরাগতের কঠোর নিয়ন্ত্রন রয়েছে তারা
অবস্থা বুঝে ব্যবস্থা নিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়