শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ১৬ জুন, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এডিস মশার লার্ভা পাওয়ায় ১৫ লক্ষ ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

শাহীন খন্দকার : [২] এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি মৌসুম-পূর্ব এডিস সার্ভে চলতি বছর মনিটরিং কার্যক্রম (৬ জুন ) হতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে শুরু করে, উক্ত মনিটরিং কার্যক্রম যা সোমবার (১৫ জুন) সমাপ্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, রোগ নিয়ন্ত্রণ শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আফসানা আলমগীর খান জানালেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ৯টি টিম উক্ত মনিটরিং কার্যক্রমে সিটি কর্পোরেশনের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে বলে তিনিস নিশ্চিত করেন।

[৩] ডা. আফসানা আলমগীর জানালেন, আজ ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ০১, ০৪, ০৭, ১৬, ২০, ২২, ২৩, ২৫, ২৬, ২৮ ও ৩৩ নং ওয়ার্ডে কার্যক্রমটি পরিচালনা করা হয়। উক্ত মনিটরিং কার্যক্রমে আজ ২৬১টি বাড়ি পরিদর্শন করা হয় এবং পরিদর্শিত বাড়িগুলোর মধ্যে মোট ৪৫টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতি পাওয়া যায় এবং বেশ কিছু বাড়িতে এডিস মশার সম্ভাব্য প্রজনন উৎস চিহ্নিত হলে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা জরিমানা করা হয়।

[৪] অভিযান পরিচালনাকালে টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতির ভিত্তিতে বাড়িগুলোকে জরিমানা করেন এবং সম্ভাব্য বাড়িগুলোকে সতর্ক করা হয়। বেশ কিছু বাড়ির আশেপাশে পরিত্যক্ত প্লাস্টিকের প্যাকেট, গ্লাস, বোতল, ফুড কনটেইনার, ফুলের টব ইত্যাদি পরিলক্ষিত হয় যা মশার সম্ভাব্য প্রজননস্থল। এ বিষয়ে বাড়িওয়ালাদের সতর্ক করা হয় এবং কীটনাশক স্প্রে করে বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের সহযোগিতায় এসব নির্মূল করা হয়।

[৫] এছাড়াও বেশ কিছু নির্মাণাধীন বহুতল ভবনে পানির চৌবাচ্চা, জলাবদ্ধ মেঝে ও পানি জমে থাকা নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি পাওয়া যায়, যা এডিস মশার উৎকৃষ্ট প্রজননস্থল। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিতকরন পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এলাকা ভিত্তিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এডিস মশা নিয়ন্ত্রণের বার্তা সম্বলিত লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

[৬] তিনি জানালেন, (৬জুন থেকে ১৫ জুন) পর্যন্ত, ২০২০ উক্ত মৌসুম-পূর্ব এডিস সার্ভে পরবর্তী মনিটরিং কার্যক্রমে সর্বমোট ২,২৯৮ টি বাড়ি পরিদর্শন করা হয় এবং ৪১৯টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতি পাওয়া যায়। এসময় এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল হিসেবে চিহ্নিত হয় নির্মাণাধীন বহুতল ভবনের চৌবাচ্চা, লিফটের গর্ত, পানির মিটারের গর্ত, প্লাস্টিকের ড্রাম, পরিত্যক্ত প্লাস্টিকের প্যাকেট, ফুড কনটেইনার, ছাদ কৃষিতে ব্যবহৃত ফুলের টব ও পাখির খাঁচার পানির পাত্র ইত্যাদি। অভিযান পরিচালনা কালে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতির ভিত্তিতে বাড়ির মালিক হতে টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক আজও জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়