শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোভিড-১৯ পজিটিভ হয়েও মানুষকে সাহায্যের কথা ভাবছেন আফ্রিদি

আক্তারুজ্জামান : [২] মহানুভবতার পরিচয় দিতে দিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। গত শনিবার সামাজিক মাধ্যমে আফ্রিদি জানিয়েছিলেন তিনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। এই বার্তা জানিয়ে সবার দোয়া চেয়েছিলেন তিনি। ভক্ত সমর্থক, ক্রিকেটার, সব মহলের মানুষই আফ্রিদির দ্রুত আরোগ্য কামনা করেন।

[৩] সামাজিক মাধ্যমে বিশ^ব্যাপী আফ্রিদির দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও ভালোবাসার বন্যা বয়ে যায়। আর এ বার্তা পেয়ে যারপরনাই খুশি আফ্রিদি। সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইটারে এক ধন্যবাদ বার্তা দিয়েছেন তিনি। সেই বার্তায় আশেপাশের মানুষের সাহায্য দরকার কিনা সেটা দেখতে অনুরোধ করেছেন তিনি।

[৪] অর্থাৎ অসুস্থ আফ্রিদি এখনো মানুষের সেবার কথা ভাবছেন। তিনি লিখেছেন, যারা আমার আরোগ্যের জন্য দোয়া করছেন তাদেরকে ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দয়া করে নিরাপদে থাকুন এবং দেখুন এই সংকটকালীন সময়ে কারো কোন সাহায্যের দরকার আছে কিনা। সকলের জন্য অনেক ভালোবাসা।

[৫] করোনা সংক্রমণের শুরু থেকে পাকিস্তানে ব্যাপকভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন শহীদ আফ্রিদি। নিজের শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের সাহায্য করেছেন আফ্রিদি। নিজে হাতে টাকা ও খাবার দেয়ার পাশাপাশি চিকিৎসাসেবাও দিয়েছেন। এমনকি কিনেছেন মুশফিকুর রহিমের ব্যাটও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়