শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]জন্মদিনে আব্দুর রাজ্জাকে অন্যভাবে স্মরণ

রাহুল রাজ : [২] আব্দুর রাজ্জাক নামের সাথে টাইগার ভক্তদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ৩ নাম্বার ছিলেন অনেক সময়। অল্প সময়ের জন্য আইসিসির ১ নাম্বারও হয়েছিলেন।

[৩] প্রথম বাংলাদেশি হয়ে ওয়ানডেতে ১৫০ ও ২০০ উইকেট নেয়া রাজ্জাক বিশ্বের প্রথম বামহাতি স্পিনার হিসেবে হ্যাট্রিক করেন। বিশ্বের একমাত্র বোলার যে ৮৭.৭ শতাংশ উইকেট লেগ বিফোরের মাধ্যমে শিকার করেছে। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে আইপিএল খেলেছেন। ‘লালা’ খ্যাত রাজ্জাক ৪৬ ব্যাটসম্যানকে শূণ্যরানে সাজ ঘরে ফিরিয়েছেন।

[৪] রাজ্জাক একই সঙ্গে বিপিএলে রংপুর দলের স্পিন পরামর্শক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। রাজ্জাকের ব্যাট থেকে ১১৬ মিটার লম্বা ছক্কা যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ছক্কার রেকর্ড। টাইগারদের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ফিফটি (২১ বলে) তার।

[৫] রাজ্জাক বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে হ্যাট্রিক ছক্কা মেরেছেন। যার বল ভয়ে না খেলার কথা বলেছিল কেভিন পিটারসেন ও ব্রেন্ডন টেইলর। দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বপ্রথম ৬০০ উইকেট নিয়েছেন তিনি। আব্দুর রাজ্জাক দেশের ঘরোয়া ক্রিকেটের সেরা অধিনায়ক। ৭ বার নেতৃত্ব দিয়ে খুলনাকে ৫ বার চ্যাম্পিয়ন করেছেন।

[৬] রাজ বিশ্বের একমাত্র ক্রিকেটার, যে একটি ওয়ানডে ম্যাচে ৩ টি বল ছক্কা মেরে নষ্ট করেছিল। ৩৮ শেষ করে ৩৯ শে পা দিয়েছেন আব্দুর রাজ্জাক রাজ। ১৯৮২ সালের আজকের এই দিনে খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকিরহাটের পূর্ব পুকুরপাড়ের খান পরিবারে জন্মগ্রহণ করে। টাইগার ভক্ত ও নতুনদের কাছে অনন্য উদাহরণ হয়ে থাকবে আব্দুল রাজ্জাক রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়