শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী : [২] সম্প্রতি দুই বাড়িতে শ্বাসরুদ্ধকর বোমা স্থাপন নাটকের রেশ কাটতে না কাটতেই ঘটেছে আরেক কাণ্ড। সোমবার (১৫ জুন) ভোরে এক ব্যক্তির বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে দুই ভাইকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

[৩] উপজেলার দিয়াড় বাঘইল গ্রামের আকমল হোসেন বাবু বলেন, গত রোববার দিবাগত রাতের কোনো এক সময় দরজার মুখে দুর্বৃত্তরা একটি প্যাকেটের ভেতরে এক টুকরা সাদা কাপড়, আগরবাতি, গোলাপজল ও গামছা রেখে যায়। সকালে শফিকুলের স্ত্রী ঘরের দরজা খুলেই এটি দেখতে পান। এক টুকরা সাদা কাপড়রের উপর লাল কালিতে প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন কথা লেখা রয়েছে।

[৪] চিঠিতে লেখা রয়েছে, বাবুর একমাত্র ছেলে টনিক এবং তার চাচাতো ভাই স্বরনকে হত্যা করা হবে।

[৫] এদিকে এই চিঠি পাওয়ার পর থেকে ওই পরিবারে আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও উৎসুক লোকজন ওই বাড়িতে এগুলো দেখার জন্য ব্যাপক ভীড় জমিয়েছে। ইতোমধ্যে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আকমল বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

[৬] এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রেজাউল আলম নান্টু জানান, জিনিসগুলো থানায় জমা দেবার জন্য নিয়ে যাচ্ছি। প্রশাসন বিষয়টি তদন্ত করে দোষীদের বের করবে। এলাকায় এ ধরনের ঘটনার বারবার পূর্ণারাবৃত্তি সত্যিই দুঃখজনক।

[৭] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

[৮] উল্লেখ্য, গেল ৭ এপ্রিল রাতে আকমল হোসেন বাবুর বাড়ি এবং তার প্রতিবেশী শফিকুল ইসলাম প্রামাণিকের বাড়িতের সামনে দুটি বোমা সাদৃশ্য বস্তু কে বা কারা রেখে যায়। খবর পেয়ে ঈশ্বরদী থানা–পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ও ফায়ার সার্ভিসের কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে বাড়ি ঘিরে রেখেছিলেন। সবশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেলে সেটি নিস্ক্রিয় করে। ৮ সদস্য প্রধান পুলিশের পরিদর্শকদের (ইন্সপেক্টর) শফিকুল ইসলাম সেটি নিস্ক্রিয় করার পর উপস্থিত সাংবাদিকদের জানিয়েছিলেন, এটি মূলতঃ কোন বোমা ছিল না, প্লাস্টিকের কোটার মধ্যে পোড়া মবিল, জর্দা এবং ইলেকট্রিক বাল্ব দিয়ে সেটি তৈরি এবং পলিথিনে মুড়িয়ে বোমা সাদৃশ বস্তু বানানো হয়েছিল। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়