শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় বরিশালে সাবেক এমপি’র বিরুদ্ধে থানায় অভিযোগ

খোকন আহমেদ: [২] সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে কু-রুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় বরিশালে বিএনপি দলীয় সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খানসহ দুইজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

[৩] রোববার দিবাগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বরিশাল বিএম কলেজের ছাত্র কর্ম পরিষদের সাবেক ক্রীড়া সম্পাদক ফয়সাল আহম্মেদ মুন্না বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেছেন।

[৪] অভিযোগে জানা গেছে, বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের বাসিন্দা এবং বরিশাল-৬ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি, উপজেলা বিএনপির সভাপতি, জেলা কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খানের ঘনিষ্ঠজন একই এলাকার বাসিন্দা বর্তমানে মালয়েশিয়া প্রবাসী গাজী ফাইজুল করিম রাজু প্রতিনিয়ত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে। বিষয়টি নিয়ে ফাইজুল করিম রাজুর সাথে যোগাযোগ করা হলে সে ক্ষিপ্ত হয়ে প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়েও ফেসবুকে কু-রুচিপূর্ণ স্ট্যাটাস দেয়।

[৫] অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়